ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইন্দোনেশিয়ায় লক্ষ্য অর্জনের পথে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মে ২৯, ২০২২
ইন্দোনেশিয়ায় লক্ষ্য অর্জনের পথে বাংলাদেশ

এশিয়া কাপ খেলতে ইন্দোনেশিয়ায় যাওয়ার আগেই নিজেদের লক্ষ্য হিসেবে পঞ্চম স্থানের কথা জানিয়েছিল বাংলাদেশ হকি দল। এবার সেই লক্ষ্য পূরণ হওয়ার পথে।

তবে সেই পথ এখনও কঠিন।  

পঞ্চম হওয়ার পথে বাংলাদেশকে মোকাবিলা করতে হবে পাকিস্তানের। কঠিন বাধার মুখেই রয়েছে ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির শিষ্যরা।  

আজ ইন্দোনেশিয়াকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। ফলে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারিরা।

প্রথম দুই কোয়ার্টারে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ইন্দোনেশিয়া ম্যাচের ফেরার আভাস দিলেও শেষ পর্যন্ত আর পেরে উঠেনি তারা।  

এশিয়া কাপের স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ দলের চার গোলদাতা- রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, দীন মোহাম্মদ ইমন ও পুস্কর ক্ষীসা মিমো।

ত্রয়োদশ মিনিটে জিমির ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ২০তম মিনিটে পেনাল্টি কর্নারে আশরাফুলের গোল ব্যবধান বাড়ায়। মুহূর্তেই এক গোল শোধ দেয় ইন্দোনেশিয়া।  

২৪তম মিনিটে ইমনের গোলে ৩-১ করে ফেলে বাংলাদেশ। ৩৬তম মিনিটে ইন্দোনেশিয়া আরও একটি গোল শোধ দিয়ে ম্যাচে ফেরার আভাস দেয়। তবে শেষ মুহুর্তে মিমোর গোলে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।  

দারুণ এই জয়ে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে খেলার টিকেট পেল বাংলাদেশ।  

পঞ্চম হওয়ার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। নিজেদের ম্যাচে তারা ওমানকে ৫-২ গোলে হারিয়েছে।  

দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে আসর শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল। পরে মালয়েশিয়ার কাছে ৮-১ গোলে হেরে সেমির আশা শেষ হয়ে যায় বাংলাদেশের।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মে ২৯, ২০২২
এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।