ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুন ৮, ২০২২
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা

ঢাকা: বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুন) রাজধানীর উত্তরার একটি ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ ইউনুস, মো. খসরু চৌধুরী, মো. হাবীব উল্লাহ ডন, এম এ রাজ্জাক খান রাজ, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।

সভায় ঢাকা মহানগরী ফ্রিমিয়ার বিভাগ, আন্তঃজেলা ভলিবল, স্কুল ভলিবল, প্রথম ও দ্বিতীয় বিভাগ ভলিবল লীগ, বীজ ভলিবল, আয়োজন প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া উল্লেখযোগ্য আলোচ্য সূচিগুলো হচ্ছে- কাবা ন্যাশনাল ফেডারেশন ম্যানেজমেন্ট কোর্সে অংশ নেওয়া ফেডারেশনের প্রতিনিধির উজবেকিস্তান সফরের প্রতিবেদন উপস্থাপন।

বাহরাইনে অনুষ্ঠিতব্য সিভিসি চ্যাম্পিয়নশিপ ২০২২ উপলক্ষে অনূর্ধ্ব-২০ জাতীয় ভলিবল দলের প্রশিক্ষণ, প্রশিক্ষক, সহকারী প্রশিক্ষক ও ম্যানেজার নিয়োগসহ বাজেট অনুমোদন।

‘বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২৩ এশিয়ান সেন্ট্রাল জোন ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২২’ আয়োজন, বাজেট, জাতীয় দল গঠন, প্রশিক্ষক, সহকারী প্রশিক্ষক ও ম্যানেজার নিয়োগ প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়া।

দুবাইতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতা ২০২২ অংশ নেওয়ার ব্যাপারে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া। আন্তঃ কলেজ মহিলা ভলিবল প্রতিযোগিতা-২০২২ আয়োজন প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া। কিরগিজস্তানে অনুষ্ঠিতব্য ই-স্কোর শেট এবং ভিআইএস কোর্সে বাংলাদেশ থেকে প্রশিক্ষণার্থী পাঠানো প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতা ২০২২ এর চূড়ান্ত হিসাব দাখিল ও অনুমোদন।

এছাড়া সভায় ফ্রিমিয়ার, প্রথম ও দ্বিতীয় বিভাগের বাজেটের সারসংক্ষেপ অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, জুন ৮, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।