ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

খেলা

ফের স্বপ্নভঙ্গ জাবেউরের, ইউএস ওপেন জিতলেন শিয়াওতেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
ফের স্বপ্নভঙ্গ জাবেউরের, ইউএস ওপেন জিতলেন শিয়াওতেক

বিশ্বের এক নম্বর তারকা। ইউএস ওপেনে মেয়েদের ফাইনালে খেললেনও তেমন দাপট দেখিয়ে।

বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনে মেয়েদের সিঙ্গলসের ফাইনালে তিউনিশিয়ার অনস জাবেউরকে সরাসরি সেটে উড়িয়ে ক্যারিয়ারের তৃতীয় ও মৌসুমে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতেছেন ইগা শিয়াওতেক।  

৬-২, ৭-৬ (৭-৫) ব্যবধানে জাবেউরকে হারিয়ে হার্ড কোর্টে নিজের প্রথম শিরোপা জিতেছেন তিনি। পোল্যান্ডের এই তারকা ইউএস ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর তাকে সেরেনা উইলিয়ামসের উত্তরসূরি হিসেবে ভাবছেন অনেকে। অন্যদিকে আরও একবার গ্র‌্যান্ডস্ল্যাম ফাইনালে স্বপ্নভঙ্গ হলো জাবেউরের।  

এই মৌসুমে ইউএস ওপেন নানা কারণে আলোচনার কেন্দ্রে রয়েছে। তার মধ্যে সেরেনা উইলিয়ামসের অবসর ঘটনা সবচেয়ে আলোচিত ছিল এত দিন। শিরোপা জিতে লাইমলাইট এবার নিজের দিকে নিলেন শিয়াওতেক।

ফাইনালে শুরু থেকেই ইগা আক্রমণাত্মক মেজাজ নিয়েই কোর্টে নেমেছিলেন। যে কারণে প্রথম সেটে জাবেউরকে উড়িয়ে দেন পোল্যান্ডের তরুণী। মাত্র ৩০ মিনিটে ৬-২ প্রথম সেট জিতে নেন ইগা। তবে দ্বিতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত ৭-৬ (৭-৫) দ্বিতীয় সেট জিতে চ্যাম্পিয়নের মুকুট ওঠে ইগার মাথায়। লড়াই চলে ১ ঘণ্টা ৫১ মিনিট।

২০২০ ফরাসি ওপেন খেতাব জিতে ইতিহাস গড়েছিলেন ইগা। পোল্যান্ডের প্রথম নারী হিসেবে গ্র্যান্ড স্লাম জয়ের নজির গড়েছিলেন। ইউএস ওপেনে পোল্যান্ডের প্রথম মহিলা হিসেবে ফাইনাল খেলেছেন তিনি।  

বাংলাদেশ সময় : ১৩০৮, সেপ্টেম্বর ১১, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।