ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে একমি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে একমি ছবি: শোয়েব মিথুন।

প্রথম দল হিসেবে হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিশ্চিত করেছে একমি চট্টগ্রাম। আজ (১৪ নভেম্বর) প্রথম কোয়ালিফায়ারে রূপায়ণ সিটি কুমিল্লাকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে তারা।

ম্যাচে জোড়া গোল করেছেন ভারতীয় ফরোয়ার্ড দেভেন্দর বাল্মিকি।

ম্যাচের ২৩ মিনিটে পুস্কর খিসা মিমোর ফিল্ড গোলে এগিয়ে যায় রূপায়ণ কুমিল্লা। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের ফেরার বেশি কিছু সুযোগ আসে একমির সামনে কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় তেমনটি আর হয়ে উঠেনি। তবে ৪৯ মিনিটে একমি চট্টগ্রামকে সমতায় ফেরান বাল্মিকি। হাসান যুবায়ের নিলয়ের শট গোলরক্ষক জাহিদ হোসেন ফিরিয়ে দেন। তবে ফিরতি বল জালে জড়ান ভারতের এই ফরোয়ার্ড। চার মিনিট বাদে আবারো গোল করেন বাল্মিকি। পেনাল্টি কর্নার থেকে গোল করে একমি চট্টগ্রামের ফাইনাল নিশ্চিত করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।