কুমিল্লা: কয়দিন পর শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এরই মধ্যে সারা দেশের মতো কুমিল্লায়ও ছড়িয়ে পড়েছে ফুটবলপ্রেমী ও ভক্তদের উন্মাদনা।
কুমিল্লার বরুড়া উপজেলায় কয়েকদিন আগে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা ২০০ হাত লম্বা একটি পতাকা টাঙিয়ে হইচই ফেলে দেয়। এবার আর্জেন্টিনা সমর্থকদের টক্কর দিতে ৫০০ হাত লম্বা পতাকা তৈরি করেছেন ব্রাজিলের সমর্থকরা।
বরুড়া পৌরসভার কসামি এলাকায় টানানো হয়েছে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের ৫০০ হাত লম্বা পতাকাটি। এই পতাকা দেখতে ভিড় করছেন আশপাশের এলাকার শত শত মানুষ।
এর আগে, রোববার (১৩ নভেম্বর) বিকেলে কসামি এলাকার ‘কসামি ব্রাজিল ফ্যানস’র উদ্যোগে একদল তরুণ ওই পতাকাটি তৈরি করে সাড়া ফেলেন।
স্থানীয় এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান ও তানভীর আলম জানান, গত সপ্তাহে বরুড়া পৌর এলাকার আর্জেন্টিনার সমর্থকরা ২০০ হাত লম্বা পতাকা টানিয়ে হইচই ফেলে দেন। এরপর কসামি এলাকার গাজী দেলোয়ার হোসেন, জামাল হোসেন, মোহাম্মদ জহির, হেলাল উদ্দিন, জুবায়ের হোসেনসহ ব্রাজিল ভক্ত-সমর্থকরা ৫০০ হাত লম্বা এই পতাকাটি বানাতে দিই। এখন শুনেছি আর্জেন্টিনার সমর্থকরাও ভিন্ন কিছু করার চেষ্টায় মেতে রয়েছেন।
ব্রাজিলের সমর্থক গাজী জামাল হোসেন বলেন, আমাদের এলাকায় আর্জেন্টিনার সমর্থকরা ২০০ হাত লম্বা পতাকা টাঙিয়েছিল। সেটাকে টক্কর দিয়ে আমরা ব্রাজিলের সমর্থকরা ৫০০ হাত লম্বা পতাকা প্রদর্শন করলাম। এতে মনে শান্তি অনুভব করছি। বিশ্ব ফুটবলে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। খেলার মাঠেও ব্রাজিল চমক দেখায়। ভালো লাগা থেকে আমাদের এ ছোট আয়োজন।
রুবেল মিয়া নামে আর্জেন্টিনার এক সমর্থক বলেন, তারা সব সময় আমাদের থেকে পিছিয়ে থাকে। আমাদেরকে দেখে তারা বড় পতাকা বানিয়েছে। এবার আমরাও ভিন্ন কিছু করতে চাই। আমাদের এই প্রতিযোগিতা শুধুই মনের আনন্দের জন্য। আমরা সবাই মিলেমিশে এবারের বিশ্বকাপ উপভোগ করব।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ফুটবল বিশ্বকাপে মানুষ তার পছন্দের দলকে সমর্থন করবে, এটা অন্যায় কিছু নয়। সমর্থকরা ব্যতিক্রম কিছু করার চেষ্টা করবেন, এতে কোনো দোষ নেই। এসব করতে গিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এএটি