ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দেশের সেরা সাঁতারু রাফি-যুথী

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
দেশের সেরা সাঁতারু রাফি-যুথী

জাতীয় সাঁতার প্রতিযোগিতায় সেরা সাঁতারু হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি ও যুথী আক্তার। আজ সমাপনী দিনে ১০০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ জেতেন তারা।

মেয়েদের এই ইভেন্টে ১:১১.৮৩ মিনিট টাইমিং নিয়ে জাতীয় রেকর্ড গড়েন যুথী। ৪টি স্বর্ণ ও একটি রুপা নিয়ে এবারের আসর শেষ করেন তিনি।

ছেলেদের ইভেন্টে সর্বোচ্চ পাঁচটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ জেতেন রাফি। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৯.১৫ সেকেন্ড টাইমিং করেন তিনি। আগামী মাসে হাঙ্গেরিতে অনুষ্ঠেয় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে খেলবেন এই সাঁতারু।

রাফি বলেন, ‘আমি আসলে দ্বিতীয় ধাপে থাইল্যান্ডে গিয়ে আগের টাইমিংয়েই পৌঁছাতে পারছিলাম না। যদিও কোচ বলেছিলেন সব ঠিক হয়ে যাবে। তারপরও এটা নিয়ে খুব হতাশ হয়ে পড়ি। এর ওপর হঠাৎ করে জাতীয় সাঁতারের তারিখ ঘোষণা করা হলো। ভেবে পাচ্ছিলাম না কি হবে, না হবে? এরপর কোচ আমাকে গত ২ মাস কঠিনভাবে ট্রেনিং করান। এতেই টাইমিংয়ে এত উন্নতি হয়েছে আমার। ’

রাফির মতো বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নে অংশ নেবেন যুথীও। তিনি  বলেন, ‘আমার কোচ মাহফুজা খাতুন শিলা। উনার অধীনে ভালো করছি। সামনে হাঙ্গেরিতে ওয়ার্ল্ড সুইমিংয়ে যাব। আশা করি এই পারফরম্যান্স আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। ওখানে টাইমিং আরও কমানোর চেষ্টা করবো। ' 

প্রতিযোগিতার ৪র্থ ও শেষ দিনে সাঁতারে ৮টি ও ডাইভিংয়ে ২টি ইভেন্ট হয়েছে। এ দিন সাঁতারে ২টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হয়েছে। সব মিলিয়ে সাঁতারে ১০টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড হলো।

জাতীয় সাঁতারে এবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এই সংস্থাটি জিতেছে ৩২টি সোনা, ২৬ টি রুপা ও ১২ টি ব্রোঞ্জ। বাংলাদেশ সেনাবাহিনী ১০ টি সোনা, ১৫টি রুপা ও ২৩ টি ব্রোঞ্জ জিতে হয়েছে রানারআপ।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।