ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

টিএসসি যেন কাতারের লুসাইল স্টেডিয়াম!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
টিএসসি যেন কাতারের লুসাইল স্টেডিয়াম!

টিএসসি থেকে: উল্লাসে মুখর টিএসসি। একটু পরপরই আনন্দ উল্লাস।

সেই উল্লাস আর দর্শকদের অবারিত পদচারণাই বলে দিচ্ছে, এ যেন বাংলাদেশ নয়, এক টুকরো কাতার, একটি লুসাইল স্টেডিয়াম।

ফিফা বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে; যার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ (টিএসসি) অন্যতম। আর বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিনগত রাত ১টায় অন্যতম ফেভারিট ব্রাজিল মাঠে নেমেছে সার্বিয়ার বিপক্ষে।

নেইমারের দলের সেই বাধা অনায়াসে উতরে যাওয়ার কথা থাকলেও এবার শিরোপাপ্রত্যাশীদের হোঁচট খাওয়া স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। সেদিক থেকে ব্রাজিলের ম্যাচ ঘিরে ব্রাজিল সমর্থকসহ অন্যান্য দলের সমর্থকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে টিএসসি।

জার্সি গায়ে পতাকা হাতে; সঙ্গে ভুভুজেলা বাঁশি। অনেকে আবার নিয়ে এসেছেন ঢাক আর ঢোলসহ অন্যান্য বাদ্যযন্ত্রও। নানা রঙ-বেরঙের সাজে নিজেদের সাজিয়ে তুলেছেন সমর্থকরা। হৈ-হুল্লোড়ে টিএসসি যেন হয়েছে কাতারের এক টুকরো লুসাইল স্টেডিয়াম; যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিল-সার্বিয়া ম্যাচ।

রাত ১টায় টিএসসি ঘুরে এমন দৃশ্যই দেখা গেছে।  ছেলে-মেয়ে-তরুণ-বৃদ্ধ সব বয়সী দর্শকের পদচারণায় টিএসসি এখন মুখর।

বাংলাদেশ সময়: ০১৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২২
এইচএমএস/এসআই 
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।