ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১

বিশ্বকাপ জয়ে বাংলাদেশ ম্যাচ ছিল টার্নিং পয়েন্ট: ফিঞ্চ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
বিশ্বকাপ জয়ে বাংলাদেশ ম্যাচ ছিল টার্নিং পয়েন্ট: ফিঞ্চ

নিউজিল্যান্ডকে উড়িয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। দুবাইয়ের ফাইনালে অজিরা ৮ উইকেটে জয় পায়।

তবে এই অস্ট্রেলিয়াই সুপার টুয়েলভ থেকে সেমিফাইনালে উঠেছিল বেশ কষ্ট করে। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে জয়টাই ছিল তাদের টার্নিং পয়েন্ট। এমনটি মনে করেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

সুপার টুয়েলভের গ্রুপ ওয়ানের ম্যাচে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করে মাত্র ৭৩ রানে অলআউট হয়। জবাবে ২ উইকেট হারিয়ে ও মাত্র ৬.২ ওভারে জিতে রান রেট বেশ বাড়িয়ে নেয়। ফলে সেই গ্রুপে দক্ষিণ আফ্রিকার সঙ্গে অজিদের সমান জয়-পরাজয় হলে এই ম্যাচের রান রেটেই এগিয়ে দেয় তাদের। বাদ পড়তে হয় প্রোটিয়াদের।

ফাইনাল শেষে পুরস্কার বিরতণী অনুষ্ঠানে ফিঞ্চ বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে প্রথমবার এমনটা করে দেখানোটা বিশাল ব্যাপার। এই জয়ে দলের সবার জন্য আমি গর্বিত। বাংলাদেশ ম্যাচটা আমাদের জন্য টার্নিং পয়েন্ট ছিল। ’

এছাড়া ফিঞ্চ এই আসরে অজিদের হয়ে পারফর্ম করা সবার প্রশংসা করেন।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এমএমএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলানিউজ টি-২০ বিশ্বকাপ-২০২১ এর সর্বশেষ