ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

ইউসুফকে পেয়ে আমার নতুন জন্ম হয়েছে : আরফিন রুমি

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
ইউসুফকে পেয়ে আমার নতুন জন্ম হয়েছে : আরফিন রুমি আরফিন রুমি /ছবি: নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মোহাম্মদপুরের কাটাসুর। কাদিরাবাদ হাউজিংয়ের সারা আকবর অ্যাপার্টমেন্ট।

সিঁড়ি বেয়ে দোতলায় ফ্ল্যাটের বসার ঘরে ঢুকেই চোখে পড়লো সোফায় ঘুমিয়ে আছেন আরফিন রুমি। আগের দিন তিনি সারাবেলা মহড়া করেছেন বাদ্যযন্ত্রশিল্পীদের নিয়ে। আর সারারাত কেটেছে পুত্রসন্তান ইউসুফকে নিয়ে। পুরো নাম শাহ মোহাম্মদ আইয়ান ইউসুফ। তার জন্য গত বছর অধীর অপেক্ষায় ছিলেন তিনি। তার ছেলে জন্মেছে আমেরিকায়। কিন্তু রুমি ছিলেন দেশে। তাই ছেলেকে পেয়ে তার দিনরাত একাকার হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই ঘুম থেকে উঠলেন। বসার ঘরের এক কোণে স্টুডিওতেই বেশি সময় কাটে তার। সেখানেই বাংলানিউজের তারার ফুলের সঙ্গে আড্ডা দিলেন তিনি।

শুরুতেই ‘বাংলাদেশ’ প্রসঙ্গ। বাংলানিউজের উদ্যোগে নির্মিত ‘বাংলাদেশ’ শিরোনামের একটি গানের সুবাদে চারপাশে এখন আরফিন রুমির জয়গান। এর সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি কর্নিয়াকে নিয়ে এটি গেয়েছেন তিনি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত এর মিউজিক ভিডিও ইউটিউবে দর্শকরা দেখছে ধুমসে। ফেসবুকে রোজই ‘বাংলাদেশ’ গানের জন্য ইতিবাচক সাড়া পাচ্ছেন রুমি। মুঠোফোনেও আসছে প্রশংসাসূচক বার্তা।  

ক্রিকেটের প্রতি বরাবরই ভালো লাগা আছে আরফিন রুমির। কৈশোর থেকে পাড়া-মহল্লায় ক্রিকেট খেলতেন। চকবাজারে খেলতে গিয়ে একবার বুড়ো আঙুলও মচেকে গিয়েছিলো তার। ২০০৪ সালে চট্টগ্রামে ও পরের বছর ঢাকার কাঁঠালবাগান ক্লাবের হয়ে খেলেছেন। বিশ্বকাপ ক্রিকেট এলে তিনিও উন্মাদনায় মেতে ওঠেন। আড্ডায় এলো এবারের বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে রুমির প্রত্যাশা। ‘মাশরাফি ভাই ভালো কিছু করবেন আশা করি। তবে সাকিব আল হাসানের কাছে আমাদের সবারই প্রত্যাশা একটু বেশি। কারণ তিনি এখন তিন ধরনের ক্রিকেটেই এক নম্বর অলরাউন্ডার। ম্যাচও খেলেছেন বেশি। সাকিবের মতো অন্য যারা বেশি ম্যাচ খেলেছেন তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলেই আমরা ভালো ফল পাবো। পাশাপাশি নতুনদের উদ্যম আর ভালো কিছু করার তাগিদ একত্র হলে তো কথাই নেই। ’

ব্যক্তিজীবনের সব জটিলতা কাটিয়ে উঠেছেন আরফিন রুমি। নতুনভাবে সবকিছু গুছিয়ে ফেলেছেন তিনি। সব মুছে নতুন করে সবকিছু শুরু করেছেন। ‘ইউসুফের হাত ধরে নতুন করে সব সাজাচ্ছি। ইউসুফকে পেয়ে আমার নতুন জন্ম হয়েছে বলতে পারেন। ’

সংগীতাঙ্গনে এক দশক পূর্ণ করলেন আরফিন রুমি। সময়ের সঙ্গে বেড়েছে তার গানের শ্রোতা। বিশেষ করে দেশ-বিদেশে তরুণ শ্রোতাদের মধ্যে তাকে ঘিরে উচ্ছ্বাসের কমতি নেই। তার সুর-সংগীতে জনপ্রিয় গানের তালিকায় উল্লেখযোগ্য শহিদ ও শুভমিতার ‘এক জীবন’ (শহিদ ও শুভমিতা), ‘এর বেশি ভালোবাসা যায় না’ (শফিক তুহিন ও অরিন), ‘সোনা পাখি’ (রূপম),  ‘সোনা বউ’ (কাজী শুভ), ‘সাগরের চেয়ে বিশাল (আরফিন রুমি ও পূজা), ‘তোমারই পরশ’, ‘বলো না কোথায় তুমি’, ‘খুঁজে খুঁজে’ (আরফিন রুমি ও পড়শি) প্রভৃতি।

অডিও অ্যালবামের ব্যস্ততার পাশাপাশি নতুন একটি ছবির কাজও করছেন। তবে নির্মাতার পক্ষ থেকে বারণ থাকায় এখনই সেটা বলতে চান না তিনি। এর আগে ‘প্রজাপতি’ ছবির আবহসংগীত পরিচালনা করেছেন, ‘ছায়া-ছবি’ ও ‘তারকাঁটা’ ছবির সংগীত পরিচালনা করে প্রশংসিত হয়েছেন। তিনটি ছবিরই পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। বাংলানিউজের ‘বাংলাদেশ’ গানটির ভিডিও নির্মাণ করেছেন তিনিই। ‘তাকে আমি মামা বলে ডাকি। আমাদের মধ্যকার বোঝাপড়া বেশ ভালো। গানের পেছনে তিনি অনেক সময় দেন। ‘ছায়া-ছবি’ ও ‘তারকাঁটা’র প্রতিটা গান তৈরির দিনগুলোতে আমাকে সারারাত সঙ্গ দিয়েছেন রাজ মামা। আমার ওপর আস্থা রাখার জন্য তার প্রতি কৃতজ্ঞ। ’

গত বছর শাকিব খানের ‘হিরো দ্য সুপারস্টার’ ছবিতে আরফিন রুমি ও নাওমির গাওয়া ‘যেখানে যাবে আমাকে পাবে’ প্রশংসিত হয়েছে। এ ছাড়া আরও বেশ কয়েকটি ছবির গান করেছেন তিনি। এগিয়ে নিচ্ছেন নিজের নতুন একক অ্যালবামের কাজও। এরই মধ্যে ‘পরান কান্দে’ শিরোনামের একটি লোকজ ধাঁচের গান ইউটিউবে ছেড়েছেন তিনি। ‘গানটি গাইতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। চোখের কোণে জল চলে এসেছিলো। এর মূল শিল্পী রহম চাঁন। এর শেষাংশ আমার মা নাসিমা আক্তারের লেখা। রেকর্ডিং শেষে মাকে সামনে পেয়ে সেজদা করেছি। এটা আমার আত্মার গান। ’

নাম চূড়ান্ত না হওয়া আরফিন রুমির একক অ্যালবামটি প্রকাশ হবে আগামী রোজার ঈদে। তার আগের একক অ্যালবামগুলো হলো ‘এসো না’, ‘ভালোবাসি তোমায়’ এবং ‘পরজনমে।

সাম্প্রতিক কাজগুলো দেখে অনেকের ধারণা নিজেকে ভাঙতে চাইছেন আরফিন রুমি। তিনিও স্বীকার করলেন সে কথা- ‘চেনা গণ্ডির বাইরে একটু অন্যরকম কাজ করতে চাই এখন থেকে। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, একবার যা হবে দ্বিতীয়বার কিন্তু তা হয় না। আমার যেমন কপি হবে না, তেমনি আমিও আরেকজনের মতো হতে পারবো না। আমার যেমন নিজস্বতা আছে, তেমনি আমার সব গানও স্বতন্ত্র। এজন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। ’

গান গেয়ে ক্যারিয়ার শুরু হলেও এখন সঙ্গীতায়োজনেই বেশি ব্যস্ত আরফিন রুমি। প্রতিশ্রুতিশীল শিল্পীদের জন্য গান করে যাচ্ছেন। এ ছাড়া নবীন শিল্পীদের উদ্বুদ্ধ করার জন্য গত বছর তিনি বের করেন মিশ্র অ্যালবাম ‘আদর’। নতুন শিল্পী ফাহমিদা আপনকে নিয়ে তার গাওয়া এর শিরোনাম-গানটি জনপ্রিয় হয়েছে। এ ছাড়া আপন খানের গাওয়া বৃষ্টি ধরে আছে’ গানটিও প্রশংসিত হয় শ্রোতামহলে।  

এসব কথা বলার ফাঁকে চা দিয়ে গেলেন আরফিন রুমির অর্ধাঙ্গিনী কামরুন্নেসা। ২০১২ সালের অক্টোবরে এই আমেরিকাপ্রবাসীর সঙ্গে বিয়ের বন্ধনে জড়ান রুমি। গান-বাজনা আর ব্যক্তিজীবনে তিনিই এখন রুমির কাছে সবচেয়ে বড় নির্ভরতা। এ বছরের জুনে স্ত্রী-সন্তানকে নিয়ে ছয় মাসের জন্য রুমি উড়াল দেবেন আমেরিকায়। সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তিনি।

সবশেষে কৌতূহলী একটা প্রশ্ন- গান করেন কেন? আরফিন রুমির সরল উত্তর, ‘গান আমার প্রতিটি স্পন্দনে মিশে আছে। গান ছাড়া কিছুই ভাবতে পারি না। গানের আকাশেই উড়ে বেড়ায় আমার মন। ’


* ‘বাংলাদেশ’ গানের ভিডিও : 

 

বাংলাদেশ সময় : ২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ