ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

জিরো ডিগ্রি বা পিপড়াঁবিদ্যা ছবি হলে আছি না হলে নাই

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
জিরো ডিগ্রি বা পিপড়াঁবিদ্যা ছবি হলে আছি না হলে নাই তাসনোভা এলভিন/ ছবি:নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তাসনোভা এলভিন। বর্তমানে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএ বিষয়ে পড়াশুনা করছেন।

পাশাপাশি বেশকিছু নাটকে দেখা যাচ্ছে তার মুখ। তবে শুরুটা করেছিলেন আরো কয়েকবছর আগে থেকে। ২০১০ সালে লাক্সের আসরে নাম লিখিয়েছিলেন। এরপর সেরা বারোতে স্থান করে নেন।  

মিডিয়ার প্রতি ছোটবেলা থেকেই আগ্রহ ছিলো এবং তার কাজের জন্য অনুপ্রেরণা যুগিয়েছেন মা ফেরদৌসি হক। এরইমধ্যে আহমেদ সুস্ময়ের পরিচালনায় 'নস্টালজিয়া ক্যাথেড্রেল', সৌভ রহমানের 'তিনি একজন সেফসাইডওয়ালা', তাহের শিপনের ধারাবাহিক নাটক 'এলিসিন ওয়ান্ডারল্যান্ড' ও ‘ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো’সহ বেশকিছু নাটকে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন।  

কথার শুরুতেই এলভিন বলেন, ‘ নিজের মেধা, যোগ্যতা ও পরিশ্রম করে ধীরে ধীরে কাজ করে যাচ্ছি। নতুন কুঁড়িতেও ছিলাম। আর ২০১০ সালে প্রাণের একটি পণ্যের  বিজ্ঞাপনে প্রথম মডেল হয়েছিলাম।  দিনটি আজও মনে পড়ে। এছাড়া বৈশাখী টিভির ‘অন্য আলোর গান’ অনুষ্ঠানটির উপস্থাপনা করেছিলাম। এরপর আর উপস্থাপনা করা হয়নি। কারণ আমি উপস্থাপনার চেয়ে অভিনয়টাকে গুরুত্ব দেয় বেশি। ’

এলভিন মডেল হিসেবে এরইমধ্যে ‘এয়ারটেল’, ‘ডিজিটাল বাংলাদেশ’, ‘প্রাণ ফ্রুটফিল’সহ সেভেন আপের বিজ্ঞাপনের বিলবোর্ডে কাজ করেছেন।  ছোটপর্দায় তার অভিনীত প্রথম নাটকের নাম ছিল ‘'এলিসিন ওয়ান্ডারল্যান্ড'। পরিচালনা করেন তাহের শিপন।  আর একক নাটকের মধ্যে গালিব রেজার ‘পরস্পর’ নাটকে প্রথম অভিনয় করেন।  

বর্তমানে জাহিদ হাসানের ‘উড়ামন’ ও সবুর খানের ‘দাগ’ ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। জানালেন, ‘পড়াশুনার বাইরে যেটুকু সময় পায় ভালোকিছু কাজ করতে চাই। আর আমার গ্রাম ও শহরের দুই চরিত্রের অভিনয় করতে বেশ ভালোলাগে।  কারণ মনে হয় শহরে কিছুদিন ছিলাম, এরপর আবার গ্রামে গেলাম। ’

ব্রাক্ষনবাড়িয়ার মেয়ে এলভিনের বাবা ফজলুল হক একজন ব্যবসায়ী। তিন বোন এক ভাইয়ের মধ্যে তার অবস্থান সবার ছোট। ছোটপর্দার বাইরে চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছে আছে কি-না জানতে চাইলে বললেন, ‘'অবশ্যই ইচ্ছা আছে।  তবে নাচ-গানের ছবিতে অভিনয় করতে চাই না। জিরো ডিগ্রি বা পিপড়াঁবিদ্যা ছবির মতো গল্পনির্ভর ছবিতে কাজ করার ইচ্ছে আছে। ’

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ