ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

রিচি সোলায়মানের সঙ্গে কিছুক্ষণ

পাল্টা হাওয়া বোঝায় জীবন কেনো দামি

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জুন ৮, ২০১৫
পাল্টা হাওয়া বোঝায় জীবন কেনো দামি রিচি সোলায়মান / ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

৯ জুন থেকে বাংলাভিশনে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘পাল্টা হাওয়া’। স্মরণজিৎ চক্রবর্তীর উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন শফিকুর রহমান শান্তনু, কাজী শুসমিন আফসানা ও মহিউদ্দিন আহমেদ।

পরিচালনায় গোলাম সোহরাব দোদুল। এতে মেহরিন চরিত্রে অভিনয় করেছেন রিচি সোলায়মান। বাংলানিউজের সঙ্গে কথা বলেছেন তিনি।

বাংলানিউজ : আপনি কি ঢাকার বাইরে?
রিচি : হ্যাঁ। আমি এখন রংপুরে। মুঠোফোনে ‘পাল্টা হাওয়া’ নাটকের মিউজিক ভিডিও দেখছিলাম। এটা গেয়েছেন হৃদয় খান, নির্ঝর ও পারভেজ। সুর-সংগীত হৃদয়ের। তাদের পাশাপাশি আমিও মডেল হয়েছি এতে।

বাংলানিউজ : ‘পাল্টা হাওয়া’ নাটকের মেহরিন চরিত্রটি কেমন?
রিচি : মেহরিন শহুরে মেয়ে। চরিত্রটির অনেক ডাল-পালা রয়েছে। অনেক শক্তিশালী একটা গল্প।

বাংলানিউজ : ‘পাল্টা হাওয়া’ উপন্যাসটি কলকাতার পটভ‚মিতে লেখা। ঢাকা দেখাতে গিয়ে উপন্যাসের শৈল্পিকতা ও নান্দনিকতা অক্ষুণœ থেকেছে?
রিচি : ‘পাল্টা হাওয়া’ উপন্যাসের সময়কাল শহুরে কয়েকজন তরুণ-তরুণীর জীবন থেকে তুলে নেওয়া চৌদ্দ মাস। এর সঙ্গে জড়িয়ে আছে সমাজের বিভিন্ন পেশার মানুষেরা। স্মরণজিৎ চক্রবর্তী কলকাতা শহরের পটভ‚মিতে গল্পটির ডালপালা মেলে ধরেছেন। মূল উপন্যাসের ছায়া অবলম্বনে নাটকটির গল্পগাঁথুনি সৃষ্টি করা হয়েছে। স্থান হিসেবে মহানগরী ঢাকা এবং এর আশেপাশের এলাকা তুলে ধরা হলেও তা মূল উপন্যাসের শৈল্পিকতা, নান্দনিকতা, চরিত্র-চিত্রণ ও আভ্যন্তরীণ দর্শনকে সঠিক অবস্থানেই রেখেছে।

বাংলানিউজ : নাটকটির মূল বক্তব্য কী?
রিচি : ‘পাল্টা হাওয়া’র ক্যানভাস বর্তমান সময়কে সামনে এগিয়ে নিয়ে যাবে। পাল্টা হাওয়া দূরত্ব পেরোনোর গল্প। একজনের মন থেকে আরেকজনের মনের দূরত্ব মুছে ফেলার গল্প। পাল্টা হাওয়া আমাদের বোঝায়, আসলে জীবন কেনো দামি! কী আমাদের বেঁচে থাকার রসদ! কী আমাদের আনন্দ! শেষ পর্যন্ত মানুষের ভালোবাসাই তাকে এই পৃথিবীতে থাকতে ও ভরসা পেতে সাহস যোগায়।

বাংলানিউজ : বর্তমান সময়ের নাটকের বক্তব্য কতটা শক্তিশালী বলে মনে করেন?
রিচি : এখন কম করে হলেও ভালো নাটক তৈরি হচ্ছে। তাই আমি বেছে বেছে কাজ করি।

বাংলানিউজ : চ্যানেল বাড়ার সঙ্গে নাটকের মান কী বেড়েছে?
রিচি : কিছু তো অবশ্যই বেড়েছে। ভালো কাজও হচ্ছে। তবে আরও ভালো করতে হবে আমাদের।

বাংলানিউজ : চলচ্চিত্রে অভিনয়ের কথা ভাবেন?
রিচি : আপাতত ভাবছি না। তবে সুযোগ হলে সব মাধ্যমে কাজ করার ইচ্ছে আছে। কারণ অভিনয়কে মন থেকে লালন করি।

* ‘পাল্টা হাওয়া’ নাটকের মিউজিক ভিডিও :



বাংলাদেশ সময় : ১৬০৬ ঘণ্টা, জুন ৮, ২০১৫
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ