ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

তারার ফুল

জনপ্রিয় ১০ গানে মাহির জন্মদিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৩, অক্টোবর ২৭, ২০১৫
জনপ্রিয় ১০ গানে মাহির জন্মদিন মাহি/ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে শুরু। শুরুতেই পেয়েছেন জনপ্রিয়তা।

অল্প সময়েই চলচ্চিত্রে শীর্ষ আসন পোক্ত করেন মাহি। এখন একটু ধীরগতিতে চলছেন। শুধু বাণিজ্যিক ঘরানা নয়, হাতে নিচ্ছেন ভিন্নমাত্রার গল্পও। বলেছেন, এখন নায়িকা প্রধান ছবির প্রতি তার আকর্ষণ বেশি। আজ (২৭ অক্টোবর) মাহির জন্মদিন। অনাড়ম্বরভাবে জন্মদিনটি পালন করছেন তিনি। এ দিনে দেখে নিন মাহির ঠোঁটে জনপ্রিয় দশটি গান।

* ‘হানিমুন’ ছবির ‘ভালো না বাসলে বোঝা কি যায়’ : 


* ‘দেশা-দ্য লিডার’ ছবির ‘কতো রঙের হাতছানি’  : 


* ‘রোমিও বনাম জুলিয়েট’ ছবির ‘বেখেয়ালি মনে’  : 


* ‘ভালোবাসা আজকাল’ ছবির শিরোনাম-গান  : 


* ‘অগ্নি-২’ ছবির ‘ম্যাজিক মামনি’  : 


* ‘পোড়ামন’ ছবির ‘জ্বলে জ্বলে জোনাকি’


* ‘অন্যরকম ভালোবাসা’ ছবির ‘আকাশটাকে কাগজ করে’  : 


* ‘ভালোবাসা আজকাল’ ছবির ‘এই প্রথম একটি মুখ’ :   


* ‘ভালোবাসার রং’ ছবির ‘গভীরে আরও গভীরে’ :   


* ‘রোমিও বনাম জুলিয়েট’ ছবির ‘সোহাগ চাঁদ’ :   


বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৫
কেবিএন/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ