বেশ খোশমেজাজে ছিলেন ইরফান খান। বুধবার (১৬ মার্চ) দুপুরের আগে বাংলাদেশের মাটিতে পা রাখার পরই তিনি মুখোমুখি হয়েছেন গণমাধ্যমের।
বাংলানিউজ: আপনি তো হলিউডের নির্মাতা স্পিলবার্গের ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কিন্তু বাংলাদেশের ছবিতে এলেন। এটা মুগ্ধতার জন্যই?
ইরফান খান: স্পিলবার্গের ছবি আমি ফিরিয়ে দেইনি। আসলে সময় ও সুযোগ মিলেনি। আর ফারুকী আমাকে কনভিন্স করেছেন। তাই কাজ করছি। এমনকি প্রযোজনাও করছি।
বাংলানিউজ: নতুন ছবি, আপনার ব্যস্ততাও অনেক। শুটিংয়ের ফাঁকে আর কী করার ইচ্ছে?
ইরফান: বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে চাই। এটা বলা যায় ছবির পূর্বপ্রস্তুতি।
বাংলানিউজ: এটা তো বাংলা ছবি। বাংলা কতোদূর শিখেছেন?
ইরফান: আমি এর আগে ছবির প্রয়োজনে একটু আধটু বাংলা বলেছি। কিন্তু নতুন এ ছবিতে বাংলা সংলাপ অনেক। তাই বাংলা বলার চেষ্টা করছি। তবে কোথাও সেভাবে শিখিনি। আশা করি, আমার বাংলায় মুগ্ধ হবেন বাংলাদেশিরা!
বাংলানিউজ: বাংলাদেশের এ প্রজেক্টে আপনি সম্পৃক্ত হওয়ার উদ্দেশ্য কী?
ইরফান: না করে উপায় ছিলো না (হাসি)। ডিরেক্টরের (ফারুকী) ছবিগুলো দেখে আমি মুগ্ধ হয়েছি।
বাংলানিউজ: ছবির সহ-প্রযোজক আপনি। এ বিষয়ে কেন আগ্রহী হলেন?
ইরফান: এতে ভালোলাগার একটা বিষয় আছে। তবে বলতে পারেন, এটা আমার ব্যক্তিগত ইচ্ছে।
বাংলানিউজ: বাংলাদেশের কোন কোন ছবি দেখেছেন?
ইরফান: খুব বেশি নয়। তবে যা দেখেছি, সেটাও মন্দ নয়!
বাংলানিউজ: মোস্তফা সরয়ার ফারুকীর ছবির বাইরে আর কী কী দেখেছেন?
ইরফান: ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ও ‘টেলিভিশন’ দেখেছি। আমার ভালো লেগেছে। এছাড়া কিছু নাটক দেখেছি। ফারুকীর কাজ দেখে সত্যিই মুগ্ধ হয়েছি।
বাংলানিউজ: এ ছবিতে আপনার বিপরীতে আছেন নুসরাত ইমরোজ তিশা। তার কাজ দেখেছেন?
ইরফান: তার কাজ দেখেছি। আর অভিনয় তো এখনও করিনি। তবে সেটা উপভোগ্যই হবে বলে মনে করছি।
বাংলানিউজ: ঢাকা কেমন লাগছে?
ইরফান: চমৎকার। তবে এখনও তো সেভাবে দেখার সুযোগ হয়নি। সময় পেলে একটু ঘুরে দেখবো।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
এসও
** ইরফান খান এখন ঢাকায়
তারার ফুল
বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে চাই: ইরফান খান
| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।