ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

আইসক্রিম খান না আইসক্রিমের নায়িকা!

মনজুরুল আলম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
আইসক্রিম খান না আইসক্রিমের নায়িকা! নাজিফা আনজুম তুষি/ছবি : নূর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুই বছর আগের কথা। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১৪’ প্রতিযোগিতার অভিনয় রাউন্ডের দৃশ্যধারণের জন্য সুন্দরীরা গেছেন গাজীপুরের হোতাপাড়ায়।

হুমায়ূন আহমেদের ‘অয়োময়’ নাটকের তারানা হালিম অভিনীত মদিনা চরিত্রটি রূপদান করতে বলা হলো নাজিফা আনজুম তুষিকে।

প্রথম থেকেই খুব টেনশনে ছিলেন। সেটে পৌঁছানোর পরই পরিচালক রেদওয়ান রনি নির্দেশ দিলেন, কাদাভর্তি স্যাঁতসেঁতে একটা জায়গায় যেতে। কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে জুতা খুলে লক্ষ্মী মেয়ের মতো কাদায় নেমে পড়লেন তুষি। সেদিন তার অভিনয় বিচারকদের বাহবা পায়। পরিচালকেরও ভালো লাগে। পরে জানা গেলো এমন একটি মেয়েকেই পরিচালক তার পরবর্তী ছবির জন্য খুঁজছেন! এটাই ছিলো ‘আইসক্রিম’-এ তুষির নায়িকা হয়ে ওঠার গল্প।

ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে তিন মাসের গ্রুমিংয়ে অংশ নিতে হয়েছে তুষিকে। প্রতিদিন বিকেল চারটার মধ্যে সবাইকে আসতে হতো। দেরি করলে শাস্তি হিসেবে সবাইকে খাওয়াতে হতো। প্রথম দিন তুষিই দেরি করে ফেলেছিলেন! ফলে সবাইকে লাড্ডু খাওয়ান তিনি। তারপর অবশ্য আর কোনোদিন দেরি হয়নি তার।

গত বছরের মার্চে শুরু হয় ছবিটির শুটিং। তবে শুরু হওয়ার কথা ছিলো আরও আগে। সেটা জানিয়ে তুষি বললেন, ‘শুটিং পেছাতে পেছাতে এমন সময় এলো যখন আমার এইচএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষার রুটিন দেখে শুটিংয়ের তারিখ নির্ধারণ করা হলো। এমনও হয়েছে শুটিং থেকে রাতে ফিরে সকালে পরীক্ষা দিয়েছি। একদিন টানা ২২ ঘণ্টা শুটিং করেছিলাম। সেদিন প্রচন্ড ঝড় হয়েছিলো। ’

‘আইসক্রিম’ ছবিতে অভিনয় করলে কি হবে, তুষি সরলভাবে জানিয়ে দিলেন- আইসক্রিম খেতে মোটেই ভালো লাগে না তার! তবে চিত্রনাট্যের প্রয়োজনে অনেক আইসক্রিম খেতে হয়েছে তাকে। ‘আইসক্রিম খেয়ে ঠাণ্ডায় গলা বসে যেতো। আইসক্রিম খাওয়া নিয়ে অনেক মজাও করতাম। ’

ছবিটির কোন দৃশ্যের কথা সবার আগে মনে পড়ে? তুষির উত্তর, ‘সবচেয়ে আবেগঘন একটা দৃশ্য আছে। এটাই মূল পয়েন্ট। পরিচালক শুরুতে আমাকে বুঝিয়ে দিলেন। তারপর থেকে টেনশনে ছিলাম। শেষ পর্যন্ত টেনশনে অভিনয়ই করতে পারলাম না। অবশ্য পরদিন দৃশ্যটির ধারণ সম্পূর্ণ হয়। তখন পরিচালকসহ সবার প্রশংসা পেয়েছি। ’

সেন্টমার্টিনে চিত্রায়িত আরেকটা দৃশ্যের কথা উল্লেখ করলেন তুষি। ক্যামেরা দিয়ে ছবি তুলতে তুলতে একসময় পড়ে যাবেন তিনি। তার ওপর পড়বেন উদয়। ‘আমার কাছে দৃশ্যটি খুব কঠিন মনে হয়েছিলো। ভয় পাচ্ছিলাম। ভেবেছিলাম দৃশ্যটি কীভাবে করবো! পরে অবশ্য চরিত্রের সঙ্গে মিশে সহজভাবে করতে পেরেছি। মনেই হয়নি অভিনয় করছি। পরিচালকের একটা কথা খুব ভয় পেতাম। যখন বলতেন কিছুই হচ্ছে না। তিনি মাঝে মধ্যে রাগ করতেন। আবার ভালো হলে খুব প্রশংসা করতেন, তখন খুব ভালো লাগতো। ’ 

মজার ঘটনার সম্মুখীনও হয়েছেন তুষি। পুরান ঢাকার নাজিরাবাজারে ক্যামেরা লুকিয়ে শুটিং হচ্ছিলো। কিন্তু জানাজানি ঠিকই হলো। অগত্যা সবাই তাদের পিছু নেয়। ক্যামেরা যেদিকে যায়, লোকজনও সেদিকে যায়। তুষির কথায়, ‘আমরা নতুন ছিলাম খুব বেশি লোক তখনও চিনতো না। তাই ক্যামেরার সামনে যাকে দেখা যাচ্ছিলো তাকেই অভিনেতা মনে করলো মানুষ! আমি ছবির নায়িকা জানতে পেরে আমাকে ঘিরে ধরলো। ’

‘আইসক্রিম’-এর দৃশ্যধারণ শেষের পর দীর্ঘদিন ক্যামেরা থেকে দূরে আছেন তুষি। লক্ষ্য একটাই- প্রথম ছবিটি নিয়ে যেন দর্শকদের কৌতূহল থাকে তাকে ঘিরে। ‘ভবিষ্যতে চলচ্চিত্র আর মডেলিং ছাড়া অন্যকিছু করার ইচ্ছা নেই আমার। বড় পর্দাতেই নিজেকে প্রমাণ করতে চাই। ’

তুষির স্বপ্ন আর্ন্তজাতিক মানের চলচ্চিত্র অভিনেত্রী হওয়া। ‘আমি সিনেমার নায়িকা হতে চাই। ছোটপর্দায় অভিনয় করতে চাই না। কারণ আমি যদি নাটক করি তাহলে দর্শক আমাকে ছোটপর্দাতেই দেখে ফেলবে। তাহলে টাকা খরচ করে কেনো তারা আমাকে বড়পর্দায় দেখতে যাবে? চলচ্চিত্রে আমি নিজের অবস্থান তৈরি করতে চাই। চলচ্চিত্র ও নাটকের জায়গাটা এক করতে চাই না। তবে মডেলিং করবো। ’

ছোটবেলা থেকে তুষির ইচ্ছা ছিলো অভিনয়ের। তাই অনেকদিন ধরে সুযোগ খুঁজছিলেন। লাক্স-চ্যানেল আই সুপারস্টারকেই যুতসই প্ল্যাটফর্ম মনে করলেন। কিন্তু চিন্তা ছিলো একটাই- কীভাবে হাজার হাজার মেয়ের মধ্যে নিজেকে মেলে ধরবেন। ছোটবেলায় গুরুদের কাছে শুনেছেন জয়ী নয়, অংশগ্রহণই বড় কথা। তাই সাহস নিয়ে নাম নিবন্ধন করলেন। এতো এতো সুন্দরীদের মাঝে দিন দিন নিজেকে আলাদাভাবে চেনাতে লাগলেন। অংশগ্রহণের ইচ্ছা পরিণত হলো আত্মবিশ্বাসে। এভাবে স্থান করে নিলেন সেরা আটে।

নাজিফার আত্মবিশ্বাসই ততোদিনে জন্ম নিলো শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় নিজেকে মেলে ধরার। সেই স্বপ্ন দেখতে দোষ কী? শেষ পর্যন্ত অবশ্য প্রথম রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো তাকে। তুষি তখনও জানতেন না তার জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে। সেই বড় খবরটাই হলো ‘আইসক্রিম’।

ছবিটি মুক্তি পাবে আগামী ২৯ এপ্রিল। ত্রিভুজ প্রেমের ছবিটিতে তুষির দুই নায়কের আরেকজন হলেন রাজ। তাদের চেয়ে যে তুষির দিকেই সবার নজর থাকবে তা না বললেও চলে!

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ