ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

আড্ডায় মুখোমুখি মাহফুজ-শমী

জান্নাতুল মাওয়া, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬
আড্ডায় মুখোমুখি মাহফুজ-শমী মাহফুজ আহমেদ ও শমী কায়সার, ছবি: বিনোদ-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অভিনেতা মাহফুজ আহমেদ কতো নায়িকার সঙ্গেই না অভিনয় করেছেন। তাদের মধ্যে ছোটপর্দায় তার প্রথম নায়িকা কে ছিলেন? উত্তর জানা যাবে নব্বই দশকে ফিরে গেলে।

আখতার ফেরদৌস রানার পরিচালনায় বিটিভির চার পর্বের ধারাবাহিক নাটক ‘পান্থজনের সখা’য় শমী কায়সারে সঙ্গে অভিনয়ের মধ্য দিয়ে টিভি নাটকে পথচলা শুরু হয় মাহফুজের।
 
এরপর একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন দু’জনে। তাদের জুটি বেশ জনপ্রিয়তা পায়। ছোটপর্দার জনপ্রিয় এ দুই তারকার জুটি নব্বই দশকে ছিলো দর্শকপ্রিয়। শুধু জুটি নয়, ব্যক্তিজীবনে তারা ভালো বন্ধু। সম্প্রতি কাওরান বাজারে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পুল ক্যাফেতে বাংলানিউজের সঙ্গে আড্ডা দিয়েছেন তারা। তাদের আলাপচারিতা তুলে ধরা হলো-
 
শুরুতে মাহফুজ বললেন, ‘শুটিংয়ের প্রথম দিন শমীর সঙ্গে পরিচয় হওয়ার সময় বেশ ভয় পাচ্ছিলাম। কারণ তখন প্রতিষ্ঠিত সে। আমার মতো নতুন একজনকে তিনি কতোটা মূল্যায়ন করবেন তা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। তবে অভিনয়ের সময় তার কাছ থেকে সবচেয়ে বেশি সহযোগিতা পেতাম। অনেক সময় সে আমার ভুলগুলো ধরিয়ে দিতো। এজন্য আমি তার কাছে সত্যিই কৃতজ্ঞ। সহশিল্পী হিসেবে তার কাছ থেকে যেমন অনেক কিছু শিখেছি, তেমনি তার সহযোগিতাও পেয়েছি। এজন্যই আমাদের বন্ধ‍ুত্বও অটুট। ’
 
পুল ক্যাফেতে মাহফুজের মুখোমুখি বসে শমী বললেন, “মাহফুজ আহমেদকে প্রথম দিন দেখেই মনে হচ্ছিলো, তিনি এমন একজন অভিনয়শিল্পী যার মধ্যে অনেকদূর যাওয়ার অধ্যবসায় আছে। এজন্যই তিনি আজ এ অবস্থানে আসতে পেরেছেন। অভিনয়ের প্রতি তার ভালোবাসা ও দায়িত্ববোধই তাকে ভালো অভিনেতার স্বীকৃতি এনে দিয়েছে। আমি কাছ থেকে দেখেছি, সে সবসময় অভিনয় নিয়ে ভাবতো। যখন যে চরিত্রটি ফুটিয়ে তুলতো, সেটার মধ্যে পুরোটা সময় ডুবে থাকতো। ‘পান্থজনের সখা’ প্রচারের পর আমাদের জুটি বেশ জনপ্রিয় হয়। আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো। তার সঙ্গে কাজ করে সবসময় স্বাচ্ছন্দ্যবোধ করি। আর মাহফুজ সবসময় আমার শুভাকাঙ্ক্ষী। ’
 
সহশিল্পী হিসেবে শমীর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে মাহফুজ বললেন, ‘শমী কায়সার আমার খুব ভালো একজন বন্ধু, একজন ভালো সহকর্মী। একজন অভিনেতা সবসময়ই একজন ভালো অভিনেত্রীর সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন। শমীর সঙ্গে অভিনয় করতে গেলে আমার এমনই অনুভূতি হয়। কারণ তার সঙ্গে অভিনয় করতে গেলে সারাক্ষণই আমাকে চরিত্রের মধ্যে ডুবে থাকতে হয়। তার কাছ থেকে আমি এখনও অভিনয় শিখি। ’
 
আগের মতো মাহফুজ-শমী জুটিকে পর্দায় নিয়মিত পাওয়া যায় না। মাহফুজ ছোটপর্দায় নিয়মিত হলেও শমী এখন অভিনয়ে অনিয়মিত। ২০০৪ সালে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘অনুমতি প্রার্থনা’ টেলিছবির মধ্য দিয়ে জনপ্রিয় এই জুটিকে দীর্ঘ ১১ বছর পর পর্দায় ফিরেছে। এর এক বছর পর গত রোজার ঈদে একই পরিচালকের ‘শেষের পরে’ নাটকে আবার কাজ করেন তারা।
 
অভিনয় কমিয়ে ফেলা প্রসঙ্গে আয়নায় মুখ দেখতে দেখতে শমী বললেন, ‘তার উপস্হিতির কারণ, ‘এখন নিজের প্রোডাকশন হাউজ ‘ধানসিঁড়ি’ নিয়ে ব্যস্ত সময় পার করছি বলে অভিনয়ে আগের মতো সময় দিতে পারছি না। তবে এমন নয় যে একেবারেই অভিনয় করছি না। তবে নিয়মিতভাবে অভিনয়ে ফেরা আমার পক্ষে হয়তো সম্ভব নয়। কিন্তু অনেকদিন পর পর হলেও তো দর্শকদের সামনে হাজির হচ্ছি। ’
 
শমীর এই কথার প্রেক্ষিতে তার দিকে তাকিয়ে মাহফুজ বললেন, ‘আমরা সবাই চাই শমী আবার অভিনয়ে নিয়মিত হোক। আমার তো মনে হয়, দর্শক তাকে পর্দায় নিয়মিতভাবে দেখতে চায়। ওর মতো অভিনেত্রী যদি ইন্ডাস্ট্রিতে না থাকে, তাহলে এ প্রজন্ম শিখবে কীভাবে। এখন টিভি অঙ্গনের যে নাজুক অবস্থা তা কাটাতে শমীর মতো গুণী অভিনেত্রীদের দরকার। ’
 
এবার শমী একটু হেসে বললেন, ‘আমার প্রোডাকশন হাউজ থেকে নিয়মিত নাটক ও ‍বিজ্ঞাপন তৈরি হচ্ছে। আমি দেখেছি নতুনদের মধ্যে শেখার আগ্রহ আছে। অনুশীলন করলে অবশ্যই তারা এগিয়ে যাবে। তারা আমাদের আগের কাজগুলো দেখেও শিখতে পারে। এখন তো ইউটিউবে সবই পাওয়া যায়। ’
 
শমীর মতো মাহফুজও এখন অভিনয়ের চেয়ে প্রযোজনা-পরিচালনাতেই বেশি মনোযোগী। এ কারণে তার অভিনীত নাটকের সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে। বিশেষ দিনগুলোতেই কেবল তাকে পর্দায় দেখার আশায় মুখিয়ে থাকতে হয় দর্শকদের। তার মতে, ‘ক্যামেরার পেছনেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করছি। তাছাড়া শোবিজের হাওয়া বদলের চেষ্টা থেকেই নির্মাণে ব্যস্ত থাকি। ’
 
বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৬
জেএমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ