ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

তারার ফুল

‘হ্যারি পটার’-এর পর এবার ‘ফ্যান্টাস্টিক বিস্টস’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
‘হ্যারি পটার’-এর পর এবার ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ দৃশ্য: ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম’

হ্যারি পটার চরিত্রের স্রষ্টা ব্রিটিশ লেখিকা জে.কে. রাউলিংয়ের উপন্যাস থেকেই সৃষ্টি হয়েছিলো হলিউডের সাড়াজাগানো সিরিজ। ‘হ্যারি পটার’ ছবিগুলোতে তার জাদুর দুনিয়া মন্ত্রমুগ্ধ করেছিলো গোটা বিশ্বকে। রাউলিংয়ের আরেক উপন্যাসের জাদুর দুনিয়া দেখা যাবে রূপালি পর্দায়।

হ্যারি পটার চরিত্রের স্রষ্টা ব্রিটিশ লেখিকা জে.কে. রাউলিংয়ের উপন্যাস থেকেই সৃষ্টি হয়েছিলো হলিউডের সাড়াজাগানো সিরিজ। ‘হ্যারি পটার’ ছবিগুলোতে তার জাদুর দুনিয়া মন্ত্রমুগ্ধ করেছিলো গোটা বিশ্বকে।

রাউলিংয়ের আরেক উপন্যাসের জাদুর দুনিয়া দেখা যাবে রূপালি পর্দায়। ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম’ নামের ছবিটি নিয়ে এখন ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে দারুণ কৌতূহল।

ছবিটি তৈরিতে খরচ হয়েছে ১৮ কোটি মার্কিন ডলার। মজার বিষয় হলো, ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় এটি বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে ১৮ নভেম্বর! একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে এ ছবি। বাংলাদেশের দর্শকদের জন্য এটি নিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স।

জে.কে. রাউলিংয়ের ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম’ উপন্যাস অবলম্বনে তৈরি হলো ব্রিটিশ ড্রামা ফ্যান্টাসি ধাঁচের ছবিটি। এর মাধ্যমে চিত্রনাট্যকার হিসেবে আত্মপ্রকাশ করলেন তিনি। এ সিরিজের আরও চারটি ছবির চিত্রনাট্য লিখছেন বলে জানিয়ে রেখেছেন তিনি। অর্থাৎ ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ ফ্র্যাঞ্চাইজির পাঁচটি ছবি যে হচ্ছে তা নিশ্চিত।

জানা গেছে, ‘হ্যারি পটার’ সিরিজের সিক্যুয়েল কিংবা প্রিক্যুয়েল নয় ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম’। ‘হ্যারি পটার’-এর গল্পের শুরু যেখানে, তারও ৭০ বছর আগে নিউইয়র্কের প্রেক্ষাপটে এর কাহিনি গড়ে উঠেছে। জাদু বিদ্যালয়ের ছাত্র হিসেবে হ্যারি পটারের ভর্তির সত্তর বছর আগে ১৯২৬ সালে নিউইয়র্কের গুপ্ত জাদুকর সম্প্রদায়ের সঙ্গে লেখক ও জাদুকর নিউট স্কাম্যান্ডারের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে নতুন ছবিটিতে।

প্রধান চরিত্র নিউট স্কাম্যান্ডার চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেতা এডি রেডমেইন। জাদুকর উচ্চপদস্থ চৌকস অরোরের চরিত্রে আছেন কলিন ফ্যারেল। এ ছাড়াও আছেন ক্যাথেরিন ওয়াটারস্টন, অ্যালিসন সুডল, ড্যান ফগলার, ইজরা মিলার, সামান্থা মর্টন, জন ভয়েট, কার্মেন ইজোগো।

সিরিজের প্রথম ছবিতে দেখা যাবে হলিউড সুপারস্টার জনি ডেপকে। স্বল্প উপস্থিতি থাকলেও এর মাধ্যমে জে. কে. রাউলিংয়ের জাদুর দুনিয়ায় যুক্ত হলেন তিনি। এজন্য ব্রিটিশ এই লেখিকা দারুণ খুশি। ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম’ ছবির দ্বিতীয় কিস্তিতে প্রধান চরিত্রে থাকবেন ডেপ। তবে ৫৩ বছর বয়সী এই অস্কার মনোনীত অভিনেতার চরিত্রটি কেমন তা গোপন রাখা হয়েছে।

২ ঘণ্টা ১৩ মিনিট ব্যাপ্তির ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড’ পরিচালনা করেছেন ডেভিড ইয়েটস, যিনি এর আগে ‘হ্যারি পটার’ সিরিজের শেষ চারটি ছবি পরিচালনা করেছেন। ফ্রাঞ্চাইজিটির আগামী চারটি ছবিও পরিচালনা করবেন ডেভিড ইয়েটস। তিনি এরই মধ্যে জানিয়েছেন, পরের পর্বের ঘটনাগুলো আবর্তিত হতে যাচ্ছে বিশ্বের আরেকটি বড় শহর ঘিরে এবং সেটি হবে একেবারেই অন্যরকম কিছু।

‘হ্যারি পটার’ সিরিজের সব ছবির অর্থায়নে ছিলেন প্রযোজক ডেভিড হেম্যান। তিনি এবার ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম’ ছবিতেও প্রযোজনায় যুক্ত আছেন। আগামী চারটি পর্বেও অর্থলগ্নিতে সঙ্গী হবেন তিনি। নতুন সিরিজ হলেও কাজ করছেন লেখিকা, পরিচালক, প্রযোজক মিলিয়ে ‘হ্যারি পটার’ বাহিনীই যেন ফিরছে ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ ছবির মাধ্যমে।

হ্যারি পটার যে জাদু দেখিয়েছে, ‘ফ্যান্টাস্টিক বিস্টস’ তা পারবে কি-না এখন তা নিয়ে চলছে জল্পনা। তবে জে.কে. রাউলিং বলে কথা, জাদু দেখানো তো তার বাঁ-হাতের খেল! প্রথম ছবি মুক্তির আগেই চারটি পর্বের প্রস্তুতি নিয়ে ফেলা দেখেই বোঝা যাচ্ছে, মারকাটারি ব্যবসায়িক সাফল্যের মাধ্যমে বক্স অফিস কাঁপানোর ব্যাপারে তারা চূড়ান্ত আত্মবিশ্বাসী।

* ‘ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম’ ছবির ট্রেলার :

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ