ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তারার ফুল

বলিউড ২০১৭

কবে মুক্তি পাবে কোন ছবি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
কবে মুক্তি পাবে কোন ছবি (বাঁ থেকে) ‘রায়ীস’ ছবিতে শাহরুখ খান ও ‘টিউবলাইট’ ছবির গানে সালমান খান

বলিউডে প্রতি বছরই খানদের দৌরাত্ম্য থাকে। ২০১৬ সালে আমির খান (দঙ্গল), শাহরুখ খান (ফ্যান, ডিয়ার জিন্দেগি, অ্যায় দিল হ্যায় মুশকিল) আর সালমান খান (সুলতান) অন্যদের চেয়ে এগিযে ছিলেন যোজন যোজন।

নতুন বছরে শাহরুখ ও সালমানের দুটি করে ছবি আসবে। এগুলোর সুবাদে তারা এ বছরও রাজত্ব করলে অবাক হওয়ার কিছু থাকবে না।

এ ছাড়া আমিরকে ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে স্বল্প উপস্থিতির চরিত্রে দেখা যাবে।  

বলিউডের ক্যালেন্ডার বলছে, ২০১৭ সালে পর্দায় বুঁদ হয়ে থাকবে দর্শকরা। যেসব ছবি ইতিমধ্যে আলোচনা তৈরি করেছে তেমন দশটি ছবির তালিকা দেখা যাক। এ ছাড়া পছন্দের তারকার নাম দেখে টুকে রাখতে পারেন ছবি মুক্তির তারিখ। সূত্র বলিউড হাঙ্গামা।

১. পদ্মাবতী
পরিচালক: সঞ্জয়লীলা বানসালি
তারকা: দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, শহিদ কাপুর
মুক্তি: ১৭ নভেম্বর

২. দ্য রিং
তারকা: শাহরুখ খান, আনুশকা শর্মা
পরিচালক: ইমতিয়াজ আলি
মুক্তি: ১১ আগস্ট

৩. রায়ীস
তারকা: শাহরুখ খান, মাহিরা খান, নওয়াজুদ্দিন সিদ্দিকি
পরিচালক: রাহুল ধোলাকিয়া
মুক্তি: ২৫ জানুয়ারি

৪. টিউবলাইট
তারকা: সালমান খান, চীনা অভিনেত্রী চু চু
পরিচালক: কবির খান
মুক্তি: ২৩ জুন

৫. জাগ্গা জাসুস
তারকা: রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ
পরিচালক: অনুরাগ বসু
মুক্তি: ৭ এপ্রিল

৬. রেঙ্গুন
তারকা: সাইফ আলি খান, কঙ্গনা রনৌত, শহিদ কাপুর
পরিচালক: বিশাল ভরদ্বাজ
মুক্তি: ২৪ ফেব্রুয়ারি

৭. টাইগার জিন্দা হ্যায়
তারকা: সালমান খান, ক্যাটরিনা কাইফ
পরিচালক: আলি আব্বাস জাফর
মুক্তি: ২১ ডিসেম্বর
* ‘এক থা টাইগার’ ছবির সিক্যুয়েল।

৮. কাবিল
তারকা: হৃতিক রোশন, ইয়ামি গৌতম
পরিচালক: সঞ্জয় গুপ্ত
মুক্তি: ২৫ জানুয়ারি

৯. বাহুবলী: দ্য কনক্লুশন
তারকা: প্রভাস, রানা দাগ্গুবাতি, তামান্না ভাটিয়া, আনুশকা শর্মা, সত্যরাজ
পরিচালক: এস এস রাজামৌলি
মুক্তি: ১৪ এপ্রিল
* ‘বাহুবলী’র সিক্যুয়েল।

১০. টু পয়েন্ট জিরো (২.০)
তারকা: রজনীকান্ত, অক্ষয় কুমার, অ্যামি জ্যাকসন
পরিচালক: শংকর
মুক্তি: অক্টোবর
* ‘রোবট’-এর সিক্যুয়েল।

অন্যান্য আকর্ষণ
১৩ জানুয়ারি ‘ওকে জানু’ (আদিত্য রয় কাপুর, শ্রদ্ধা কাপুর), ৩ ফেব্রুয়ারি ‘রানিং শাদি ডটকম’ (তাপসী পান্নু, অমিত সাধ), ১০ ফেব্রুয়ারি ‘জলি এলএলবি টু’ (অক্ষয় কুমার, হুমা কুরেশি), ১৭ ফেব্রুয়ারি ‘দ্য গাজি অ্যাটাক’ (রানা দাগ্গুবাতি, তাপসী পান্নু)।

৩ মার্চ ‘কমান্ডো টু’ (বিদ্যুৎ জামাল, এশা গুপ্তা, আদা শর্মা, নার্গিস ফাখরি), ১০ মার্চ ‘বাদরিনাথ কি দুলহানিয়া’ (বরুণ ধাওয়ান, আলিয়া ভাট), ১৭ মার্চ ‘সরকার থ্রি’ (অমিতাভ বচ্চন, ইয়ামি গৌতম), ২৪ মার্চ ‘ফিল্লাউরি’ (আনুশকা শর্মা, সুরজ শর্মা), ৩১ মার্চ ‘নাম শাবানা’ (অক্ষয় কুমার, তাপসী পান্নু, ইলি আবরাম) ও ‘হিন্দি মিডিয়াম’ (ইরফান খান), মার্চে আরও আসবে ‘বেগম জান’ (বিদ্যা বালান)।

২১ এপ্রিল ‘নূর’ (সোনাক্ষী সিনহা), ৫ মে ‘অতিথি ইন লন্ডন’ (পরেশ রাওয়াল, কৃতি খারবান্দা, কার্তিক আরিয়ান), ১২ মে ‘মেরি পেয়ারি বিন্দু’ (আয়ুষ্মান খুরানা, পরিণীতি চোপড়া), ১৯ মে ‘হাফ গার্লফ্রেন্ড’ (অর্জুন কাপুর, শ্রদ্ধা কাপুর), ২৬ মে ‘কালাকান্দি’ (সাইফ আলি খান)। মে মাসে ‘ড্রাগন’ (রণবীর কাপুর, আলিয়া ভাট) ছবিটিও মুক্তি পেতে পারে।

২ জুন ‘টয়লেট- এক প্রেম কথা’ (অক্ষয় কুমার, ভূমি পেড়নেকর), ৯ জুন ‘রাবতা’ (সুশান্ত সিং রাজপুত, কৃতি স্যানন), ৭ জুলাই ‘মুন্না মাইকেল’ (টাইগার শ্রফ, নিধি আগারওয়াল, নওয়াজুদ্দিন সিদ্দিকি), ১৪ জুলাই ‘শেফ’ (সাইফ আলি খান) ও ‘হাসিনা- দ্য কুইন অব মুম্বাই’ (শ্রদ্ধা কাপুর), ২১ জুলাই ‘ব্যারেইলি কি বরফি’ (আয়ুষ্মান খুরানা, কৃতি স্যানন, রাজকুমার রাও), ২৮ জুলাই ‘মুবারাকান’ (অনিল কাপুর, অর্জুন কাপুর, ইলিয়েনা ডি’ক্রুজ)। জুলাইয়ে ‘তাকাদুম’ (ইরফান খান, পরিণীতি চোপড়া, সুশান্ত সিং রাজপুত) মুক্তি পাওয়ার কথা।

৪ আগস্ট ‘ভূমি’ (সঞ্জয় দত্ত), ‘সিক্রেট সুপারস্টার’ (আমির খান), ১১ আগস্ট ‘ক্র্যাক’ (অক্ষয় কুমার), ২৫ আগস্ট ‘রিলোডেড’ (সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকলিন ফার্নান্দেজ), ১ সেপ্টেম্বর ‘বাদশাহো’ (অজয় দেবগণ, ইমরান হাশমি, ইলিয়েনা ডি’ক্রুজ, এশা গুপ্তা), ১৫ সেপ্টেম্বর ‘সিমরান’ (কঙ্গনা রনৌত), ২৯ সেপ্টেম্বর ‘জড়ুয়া টু’ (বরুণ ধাওয়ান, তাপসী পান্নু, আয়শা শর্মা)। অক্টোবরে ‘গোলমাল অ্যাগেইন’ (অজয় দেবগণ, পরিণীতি চোপড়া) মুক্তি পাওয়ার কথা।

বাংলাদেশ সময়: ০৪২০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ