ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

তারার ফুল

ছয় বছর পর ‘রাজত্বে’র মিউজিক ভিডিও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
ছয় বছর পর ‘রাজত্বে’র মিউজিক ভিডিও মিউজিক ভিডিওর একটি দৃশ্য

২০১১ সালে ‘দেশ ও দুর্নীতি’ গানের মিউজিক ভিডিও নিয়ে শেষবার উপস্থিত হয় জনপ্রিয় ব্যান্ড দল ‘রাজত্ব’। মাঝে ছয় বছর তদের আর কোনো মিউজিক ভিডিও আসেনি। সম্প্রতি নতুন একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তৌফিক ও ফয়সাল রদ্দির ব্যান্ড দল। সম্প্রতি ইউটিউবে মিউজিক ভিডিওটি প্রকাশ পেয়েছে।

‘নদী’ শিরোনামের গানটি ‘রাজত্ব’র নতুন অ্যালবাম ‘অস্তিত্ব’ থেকে নেওয়া। অ্যালবামে রিলিজের আগেই গানটি মিউজিক ভিডিও রূপে প্রকাশ পাচ্ছে।

এই সম্পর্কে তৌফিক বাংলানিউজকে বলেন, ‘এতোদিন ব্যস্ততার কারণে গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়নি। তবে এখন থেকে ইচ্ছে নিয়মিত মিউজিক ভিডিও নির্মাণ করব। ’ 

গানটি যৌথভাবে লিখেছেন তৌফিক ও ফয়সাল রদ্দি। সুর করেছেন ফয়সাল রদ্দি। সঙ্গীতায়োজন এল.এম.জি বিটস। মিউজিক ভিডিও নির্মাণ করেছে রেড মার্ক। গানটি প্রকাশ পেয়েছে  রাজত্ব মিউজিকে’র ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
জেআইএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ