ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তারার ফুল

অজানা কথা বলবেন আসিফ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
অজানা কথা বলবেন আসিফ আসিফসহ অন্যরা, ছবি: সংগৃহীত

ঢাকা: তারকাদের ব্যক্তিগত জীবন বা কাজের পেছনের গল্প উঠে আসে বিনোদনমূলক টিভি অনুষ্ঠান ‘রঙিন পাতা’য়। অনুষ্ঠানটির এ সপ্তাহের পর্বে উপস্থিত হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। তার সঙ্গে অতিথি হিসেবে আরও রয়েছেন বিনোদন সাংবাদিক মইনুল হক রোজ।

‘বুকের জমানো ব্যথা, কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে’ খ্যাত আসিফ মিডিয়াতে তার কাজের অভিজ্ঞতা ও ব্যক্তিগত জীবনের নানা দিক নিয়ে কথা বলবেন। জানা যাবে অজনা অনেক তথ্যও।

 

পাশাপাশি সাংবাদিক মইনুল হক রোজ তার সাংবাদিকতা শুরুর গল্প ও অন্যান্য আরও অনেক বিষয় নিয়ে কথা বলবেন।

কাজী মোহাম্মদ মোস্তফা’র পরিকল্পনা ও প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন পারিহা লিমা। অনুষ্ঠানটির গ্রন্থনা ও গবেষণা করেছেন নাইস নূর। এনটিভিতে রোববার (২৪ ডিসেম্বর) রাত ৯টা ৫ মিনিটে অনুষ্ঠানটি প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
জেআইএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ