ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তারার ফুল

সদা হাস্যোজ্জ্বল দিতি (ফটোস্টোরি)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
সদা হাস্যোজ্জ্বল দিতি (ফটোস্টোরি) স্বামী সোহেল চৌধুরী, মেয়ে লামিয়া চৌধুরী ও ছেলে সাফায়েত চৌধুরী দীপ্তর সঙ্গে দিতি

১৯৮৪ সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মধ্য দিয়ে চলচ্চিত্রের আকাশে আবির্ভাব ঘটে নতুন এক তারকার। তিনিই নন্দিত চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি।

২০১৬ সালের ২০ মার্চ মস্তিষ্কে ক্যান্সারজনিত কারণে পৃথিবী থেকে বিদায় নেন প্রায় ২শ’ ছবির এই অভিনেত্রী। জীবদ্দশায় অসংখ্য ব্যবসায় সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন ‘হীরামতি’খ্যাত তারকা।

আজ মঙ্গলবার তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।

স্বামী সোহেল চৌধুরীর সঙ্গে দিতি১৯৬৫ সালের ৩১ মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে জন্মেছিলেন দিতি। ১৯৮৬ সালে চিত্রনায়ক সোহেল চৌধুরীর সঙ্গে ভালোবেসে ঘর বাঁধেন তিনি। তাদের সংসারে রয়েছেন কন্যা লামিয়া চৌধুরী ও পুত্র সাফায়েত চৌধুরী দীপ্ত। সোহেলের মৃত্যুর পর ২০০১ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দিতি। তবে পরে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

ভারতের বিখ্যাত অভিনেত্রী শাবানা আজমীর সঙ্গে আড্ডা দিচ্ছেন দিতিদিতি সবার কাছে পছন্দের একজন মানুষ ছিলেন। মুখভার করে রাখতে তাকে খুব কমই দেখা গেছে। তিনি ছিলেন সদা হাস্যোজ্জ্বল।

হাস্যোজ্জ্বল দিতি

অভিনেত্রী নাদিয়া, অভিনেতা অপূর্ব ও পরিচালক চয়নিকা চৌধুরীর সঙ্গে দিতি

হাসপাতালে দিতিকে খাইয়ে দিচ্ছেন তার ছেলে দীপ্ত

শ্যুটিংয়ের ফাঁকে সোহেল চৌধুরীর সঙ্গে দিতি

‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ ছবির মহরতে শাকিব খান ও জয়া আহসানের পাশে দাঁড়িয়ে দিতি

পাহাড় চূড়ায় পরিবারের সঙ্গে দিতি

শ্যুটিংয়ের ফাঁকে খলঅভিনেতা রাজীবের পাশে দিতি

সমুদ্র পাড়ে স্বামী ও মেয়েকে নিয়ে দিতি

ইলিয়াস কাঞ্চনের সঙ্গে দিতিবাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ