ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

তারার ফুল

রাধিকার বাড়ির অন্দরমহল (ফটো ফিচার)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
রাধিকার বাড়ির অন্দরমহল (ফটো ফিচার) রাধিকা আপ্তের বাড়ির অন্দরমহল

বলিউড তারকাদের বাড়ির সামনে হরহামেশা ভিড় জমান ভক্তরা। তাদের কেউ কেউ আবার আসেন হাজার হাজার মাইল পাড়ি দিয়ে। তারকাকে একনজর দেখার জন্য ভক্তরা অদ্ভুত সব কাণ্ড করে বসেন। এমন ভক্তও আছেন যারা রোজ নির্দিষ্ট সময়ে প্রিয় তারকার বাড়ির ফটকের সামনে অপেক্ষা করেন।

শুধু তারকাকে দেখা নয়, তাদের জীবনযাপন ও বাড়িঘর নিয়েও অনেক আগ্রহ থাকে ভক্তদের মধ্যে। বাইরের অংশ যদিওবা দেখা যায়, তাদের অন্দরমহলের ছবি মেলে খুব কম।

তাই বলিউডের কিছু তারকাদের বাড়ির অন্দরমহলের ছবি নিয়ে তারার ফুলের আয়োজন। আজ থাকছে বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তের মুম্বাই অ্যাপার্টমেন্টের কিছু স্থিরচিত্র।

ছবি: সংগৃহীত** বনসাই ও বুক শেলফ দিয়ে সাজানো রাধিকার বাড়ির লিভিং রুম।

ছবি: সংগৃহীত** পড়াশোনা করার জন্য রাধিকার সবচেয়ে পছন্দের জায়গা।

ছবি: সংগৃহীত** রাধিকার বাড়িতে সাজিয়ে রাখা এই চেয়ারটি ব্যবহার করতেন তার দাদী।

ছবি: সংগৃহীত** এখানেই রান্না-বান্নার কাজটি করেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী। ছবি: সংগৃহীত** দিন শেষে এখানেই আরামে ঘুমান ‘প্যাডম্যান’খ্যাত এই তারকা।

ছবি: সংগৃহীত** রাধিকার বাড়িতে ঢুকতেই প্রথমে চোখে পড়বে এই দুটি দরজা।

ছবি: সংগৃহীত** বলিউডের এই অভিনেত্রীর সাজগোজের ঘর।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ