ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তারার ফুল

ভালোলাগা থেকেই মহাদেব সাহার কবিতা নিয়ে গান করছি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
ভালোলাগা থেকেই মহাদেব সাহার কবিতা নিয়ে গান করছি অবসকিওর ব্যান্ড দলের সদস্যরা। ছবি: রাজীন চৌধুরী/ বাংলানিউজ

দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড দল অবসকিওর। ১৯৮৫ সালে সাইদ হাসান টিপু’র হাত ধরে যাত্রা করে ব্যান্ডটি। তার নিরলস প্রচেষ্টাতে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ডগুলোর সারিতে এসে দাঁড়িয়েছে অবসকিওর। 

বিগত কয়েক বছর ধরে টানা অ্যালবাম প্রকাশ করে আসছে ব্যান্ড দলটি। তবে ২০১৮ সালে অ্যালবাম প্রকাশের ধারাবাহিকতায় ছিলো না অবসিকওর।

এক বছরের বিরতি ভেঙে ফের নতুন অ্যালবামের কাজ শুরু করেছে ব্যান্ডটি।

বর্তমান ব্যস্ততা, নতুন গান এবং অ্যালবাম নিয়ে অবসকিওরের সঙ্গে কথা হয়েছে বাংলানিউজের। পাঠকদের জন্য তা তুলে ধরা হলো-

বাংলানিউজ: ২০১৮ সালে বিগত কয়েক বছরের চেনা অবসকিওরকে পাওয়া যায়নি। এর কারণ কী?

অবসকিওর (টিপু): এটা ঠিক আমরা ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা অ্যালবাম প্রকাশ করেছি। কিন্তু ২০১৮’তে বিদেশ সফর ও কিছু জটিলতার কারণে তা আর সম্ভব হয়নি। তবে নতুন বছরের শুরুতেই আমাদের নতুন অ্যালবাম আসছে।

সাইদ হাসান টিপু।  ছবি: রাজীন চৌধুরী/ বাংলানিউজবাংলানিউজ: নতুন অ্যালবাম সম্পর্কে বলুন-

অবসকিওর (টিপু): নতুন বছরের শুরুতে অ্যালবামের কাজে হাত দিচ্ছি। দুই মাসের মধ্যে কাজ সম্পন্ন করে মার্চের দিকে অ্যালবামটি প্রকাশের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি।

এরইমধ্যে গান নির্বাচন করে রেখেছি। আট গানের পূর্ণাঙ্গ অ্যালবামই প্রকাশ করবো। বরাবরের মতো এ অ্যালবামেও থাকছে-অমিত গোস্বামী, মোস্তফা মাহমুদ, তানজিল রহমান’সহ আমার নিজের লেখা গান।

অ্যালবামটি অবসকিওর’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করবো।

বাংলানিউজ: মহাদের সাহা’র কবিতা নিয়ে গান করতে আগ্রহী হলেন কেন?

অবসকিওর (টিপু): এককথায় বলতে গেলে, ভালোলাগা থেকেই মহাদেব সাহার কবিতা নিয়ে গান করছি। ‘আমার পিছে মিথ্যেরা সব/যতই করুক ধাওয়া/আমার আছে অভয় মন্ত্র/হৃদয় থেকে পাওয়া’- এমন কথার মুগ্ধতা থেকে গানটি করতে উৎসাহী হয়েছি।
 
বাংলানিউজ: ডিসেম্বরে কয়েকটি কনসার্টে গান করার কথা বলছিলেন। এ সম্পর্কে জানতে চাচ্ছি-

অবসকিওর (টিপু):  আসছে ৭ ডিসেম্বর ঢাকার যাত্রাবাড়ির ধনিয়া কলেজ মাঠে গান করবো। এছাড়া ঢাকা ক্লাবসহ আরও কয়েকটি কনসার্টের ব্যাপারে কথা হচ্ছে। কিন্তু এখনও চূড়ান্ত হয়নি।

বাংলানিউজ: আইয়ুব বাচ্চুকে নিয়ে বিশেষ কোনো সিঙ্গেল ট্র্যাক প্রকাশের ইচ্ছে আছে?

অবসকিওর (টিপু): এরইমধ্যে অমিত গোস্বামী আইয়ুব বাচ্চুর উপর একটি গান লিখে আমাকে পাঠিয়েছেন। এটা নিয়ে এখন ভাবছি। আরও কিছুদিন যাক, তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ০২ ডিসেম্বর, ২০১৮
ওএফবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তারার ফুল এর সর্বশেষ