ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

নবম শিরোপার দৌড়ে তৃতীয় রাউন্ডে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
নবম শিরোপার দৌড়ে তৃতীয় রাউন্ডে নাদাল ছবি:সংগৃহীত

ঢাকা: ইনজুরি থেকে ফিরে ক্যারিয়ারের সেরা সময়টাই কাটাচ্ছেন রাফায়েল নাদাল। মন্টে কার্লো ওপেনে শিরোপা জয়ের পর বার্সেলোনা ওপেনেও দারুণ খেলছেন টেনিসের সাবেক নাম্বার ওয়ান এ তারকা।

 

টেনিস বিশ্বে ক্লে কোর্টের রাজা বলা হয় নাদালকে। এর উপর ঘরের মাঠের ক্লে কোর্ট যুক্ত হওয়ায় জয় যেন খুব সহজই ধরা দিলো তার হাতের মুঠোয়। মার্সেল গ্রানোলের্সকে ৬-৩, ৬-২ সেটে হারিয়ে আসরটির তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন স্প্যানিশ তারকা।

নাদাল বার্সেলোনা ওপেনে এখন পর্যন্ত সর্বোচ্চ আটটি শিরোপা জিতেছেন। তাই এবার নবম শিরোপার দৌড়ে শুরুটা বেশ ভালোই করলেন ১৪টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী। তৃতীয় রাউন্ডে তিনি লড়বেন আলবার্ট মোন্টেনাসের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ২১ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ