ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

এবার সেমিতেই মুখোমুখি মারে-নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, মে ৬, ২০১৬
এবার সেমিতেই মুখোমুখি মারে-নাদাল ছবি: সংগৃহীত

ঢাকা: গতবছর ফাইনালে লড়েছিলেন। কিন্তু, মাদ্রিদ ওপেনে এবারের আসরের সেমিফাইনালেই একে অপরের বিপক্ষে কোর্টে নামতে হচ্ছে।

হ্যাঁ, শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যান্ডি মারের মুখোমুখি হবেন রাফায়েল নাদাল।

স্পেনের মাদ্রিদে বেশ দাপটের সঙ্গেই সেমি নিশ্চিত করেন মারে। ব্রিটিশ টেনিস তারকার কাছে সরাসরি সেট ৬-৩, ৬-২ গেমে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন চেক রিপাকলিকের টমাস বার্ডিচ। ক্লে-কোর্টে (লাল মাটির কোর্ট) ২০১০ উইম্বলডন রানার্সআপের বিপক্ষে তিনটি হারের পর এটিই মারের প্রথম জয়।

শেষ আটের অপর ম্যাচে পর্তুগালের জো সউসার বিপক্ষে অনেকটা কষ্টার্জিত জয় পান রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন নাদাল। প্রথম সেটটি ৬-০ ব্যবধানে জিতে উড়ন্ত সূচনাই করেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। তবে পরের সেটেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান সউসা। ৬-৪ গেমের জয়ে ম্যাচে ১-১ সেটের সমতা আনেন।

তৃতীয় সেটে অবশ্য প্রতিপক্ষকে আর সুযোগ দেননি স্প্যানিশ তারকা। ৬-৩ গেমে জিতে ফাইনালের দৌড়ে আরো এক ধাপ এগিয়ে যান নাদাল। এবার মারে বাধা পেরোতে পারলেই মাদ্রিদ ওপেনে অষ্টমবারের মতো ফাইনালে উঠে যাবেন ১৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, মে ৬, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ