ঢাকা: ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন অ্যান্ডি মারে ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্ট্যান ওয়ারিঙ্কা। কোর্টেই সমালোচকদের জবাব দেন ব্রিটিশ নাম্বার ওয়ান।
বৃষ্টির কারণে চতুর্থ রাউন্ডের ম্যাচ শুরু হতে এক ঘণ্টা দেরি হয়। যুক্তরাষ্ট্রের জন ইসনারের বিপক্ষে শুরুতে কঠিন প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়েছিলেন মারে। টাইব্রেকারে ৭-৬ (১১-৯) গেমের জয়ে সেই বাধা পার করে তিনি। পরে আর প্রতিপক্ষকে কোনো সুযোগ দেননি বিশ্বের দুই নাম্বার তারকা। ৬-৪ ও ৬-৩ গেমের জয়ে ষষ্ঠবারের মতো শেষ ষোলোতে ওঠেন মারে।
অপর ম্যাচে সার্বিয়ান ভিক্টর ট্রইস্কিকে হারিয়ে কোয়ার্টারে পা রাখেন গতবারের চ্যাম্পিয়ন স্ট্যান ওয়ারিঙ্কা। প্রথম দু’টি সেটই টাইব্রেকারে নিষ্পত্তির পর ম্যাচে ১-১ সমতা বিরাজ করে। ৭-৬ (৭-৫), ৬-৭ (৯-৭) গেমের সেটে ম্যাচেও বেশ উত্তেজনা ছড়ায়। তবে ৬-৩, ৬-২ গেমে তৃতীয় ও চতুর্থ সেট জিতে দাপটের সঙ্গেই শেষ ষোলো নিশ্চিত করেন সুইস তারকা।
সেমি নিশ্চিতের ম্যাচে স্প্যানিশ আলবার্ট রামোস ভিনোলাসের মুখোমুখি হবেন ওয়ারিঙ্কা। আর ফ্রান্সের রিচার্ড গাসকুয়েটের বিপক্ষে কোর্টে নামবেন মারে।
বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, মে ৩০, ২০১৬
এমআরএম
** ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোতে জোকোভিচ-সেরেনা
**নাদালের ফ্রেঞ্চ ওপেন শেষ
**‘স্বরূপে’ ফিরলেন মারে
** ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল-সেরেনা
**পাঁচ সেটের রোমাঞ্চকর জয়ে লজ্জা এড়ালেন মারে
** জয়ে শুরু সেরেনার, অঘটনের শিকার কেরবার-আজারেঙ্কা
** দ্বিতীয় রাউন্ডে মারে-নাদাল-জোকোভিচ
** অঘটন থেকে বাঁচলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়ারিঙ্কা
** ১৭ বছরে প্রথম গ্র্যান্ড স্লাম মিস করছেন ফেদেরার