ঢাকা: ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে নিজ নিজ ম্যাচে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন অ্যান্ডি মারে ও স্তান ওয়ারিঙ্কা। শেষ আটে রিচার্ড গ্যাসকুয়েটকে হারান মারে।
রোঁলা গ্যারোতে এদিন প্রথম সেটে বৃটিশ তারকা মারে ৫-৭ গেমে হেরে যান। তবে পরের সেটগুলো ৭-৬, ৬-০ ও ৬-২ গেমে দুর্দান্ত ভাবে জিতে নেন। তবে সুইস তারকা ওয়ারিঙ্কা ৬-২, ৬-১ ও ৭-৬ (৯-৭) গেমে জিতে সেমি নিশ্চিত করেন।
এদিকে বুধবার ঝড়ের কবলে পড়ে ফ্রেঞ্চ ওপেন। সে সময় স্থগিত করা হয় শীর্ষ তারকা নোভাক জোকোভিচের ম্যাচটি। তবে পরবর্তীতে রোবার্টো বাতিস্তাকে ৩-৬, ৬-৪, ৬-১ ও ৭-৫ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন সার্বিয়ান তারকা।
অন্যদিকে এলিনা সোভিতোলিনাকে ৬-১, ৬-১ গেমে হারিয়ে শেষ আটে উঠে গেছেন নারী এককের শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামস।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ০২ জুন, ২০১৬
এমএমএস
** ঝড়ের কবলে জোকোভিচ!
** হালেপ-আগ্নিয়েস্কার বিদায়, টিকে রইলেন পিরোনকোভা
** কোয়ার্টারে মারে-ওয়ারিঙ্কা
** ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোতে জোকোভিচ-সেরেনা
**নাদালের ফ্রেঞ্চ ওপেন শেষ
**‘স্বরূপে’ ফিরলেন মারে
** ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল-সেরেনা
**পাঁচ সেটের রোমাঞ্চকর জয়ে লজ্জা এড়ালেন মারে
** জয়ে শুরু সেরেনার, অঘটনের শিকার কেরবার-আজারেঙ্কা
** দ্বিতীয় রাউন্ডে মারে-নাদাল-জোকোভিচ
** অঘটন থেকে বাঁচলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়ারিঙ্কা
** ১৭ বছরে প্রথম গ্র্যান্ড স্লাম মিস করছেন ফেদেরার