ঢাকা: উইম্বলডনের প্রস্তুতিতে হতাশই হলেন রজার ফেদেরার। পিঠের ইনজুরি থেকে কোর্টে ফিরে জার্মানির মার্সেডিস কাপে অংশ নেন সুইস আইকন।
স্টুটগার্টে বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনাল ম্যাচে অস্ট্রিয়ার ২২ বছর বয়সী তরুন ডমিনিক থিয়েমের কাছে হার মানেন ফেদেরার। প্রথম সেটটি অবশ্য ৬-৩ গেমের সহজ জয়ে লিড নেন ১৭ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। কিন্তু, দ্বিতীয় সেটেই কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়তে হয়।
দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ান বিশ্বের সাত নম্বর টেনিস খেলোয়াড় থিয়েম। তুমুল লড়াইয়ের পর ৬-৬ গেমে সমতা আসলে টাইব্রেকারে (৯-৭) জিতে ফেদেরারকে হতাশা উপহার দেন তিনি। ফাইনাল নির্ধারণী তৃতীয় সেটে তো বাড়তি চমক উপভোগ করেন দর্শকরা। ৬-৪ গেমের জয়ে ফেদেরারকে টুর্নামেন্ট থেকেই ছিটকে দেন থিয়েম।
এর আগে কোয়ার্টার ফাইনালে জার্মানির ফ্লোরিয়ান মেয়ারকে হারিয়ে রেকর্ড বুকে নাম লেখান ফেদেরার। সরাসরি সেটে জিতলেও ঘাম ঝরাতে হয়। দু’টি সেটই টাইব্রেকারে নিষ্পত্তি হয়। সে যাই হোক, এতেই উন্মুক্ত যুগে ইভান লেন্ডনের ১,০৭২টি ম্যাচ জয়ের রেকর্ড টপকে দ্বিতীয় স্থানে উঠে আসেন ফেদেরার। এ তালিকায় সবার উপরে জিমি কনর্স (১,২৫৬)।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জুন ১২, ২০১৬
এমআরএম
** কোর্টে ফিরেই জয়ে শুরু ফেদেরারের