ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

কোয়ার্টারে জোকোভিচ, ভেনাসের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
কোয়ার্টারে জোকোভিচ, ভেনাসের বিদায় ছবি: সংগৃহীত

ঢাকা: রিও অলিম্পিকের (৪ আগস্ট শুরু) প্রস্তুতিটা দুর্দান্তভাবেই সারছেন নোভাক জোকোভিচ। উইম্বলডন চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে বাদ পড়ার দুঃস্বপ্ন ভুলে রজার্স কাপে ‘স্বরূপে’ ফিরেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

দ্বিতীয় রাউন্ডে কষ্টার্জিত জয় পেলেও দাপটের সঙ্গেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সার্বিয়ান টেনিস আইকন।

কানাডার টরন্টোয় তৃতীয় রাউন্ডের ম্যাচে জোকোভিচের বিপক্ষে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি চেক প্রজাতন্ত্রের ৩৭ বছর বয়সী রাডেক স্টিপানেক। প্রথম সেটে ৬-২ গেমের পর দ্বিতীয় সেটটি ৬-৪ ব্যবধানে জিতে শেষ আটে পা রাখেন ১২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।

এদিকে, নারী এককে স্বদেশী মার্কিন তরুণী ম্যাডিসন কিয়েসের কাছে অঘটেনের শিকার হয়েছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ভেনাস উইলিয়ামস। চলতি মাসে অনুষ্ঠিত উইম্বলডনের সেমিফাইনালিস্ট ভেনাসকে ৬-১, ৬-৭ (২-৭), ৬-৩ গেমে হারিয়ে কোয়ার্টারে ওঠার উচ্ছ্বাসে মাতেন ২১ বছর বয়সী ম্যাডিসন।

সেমি নিশ্চিতের ম্যাচে চেক তারকা টমাচ বার্ডিচের মুখোমুখি হবেন জোকোভিচ। তৃতীয় রাউন্ডে র‌্যাংকিংয়ের ১৫২ নম্বর খেলোয়াড় যুক্তরাষ্ট্রের রায়ান হ্যারিসনকে ৬-৪, ৬-৭ (২-৭), ৬-৪ গেমে হারিয়েছেন বার্ডিচ।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ