ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

অলিম্পিক মিশনে এককে ভেনাস ও ডাবলসে সানিয়ার বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
অলিম্পিক মিশনে এককে ভেনাস ও ডাবলসে সানিয়ার বিদায়

ঢাকা: রিও অলিম্পিকের শুরুতেই মেয়েদের এককে পা হরকালেন বিশ্ব বাছাই ৬ নম্বর তারকা ভেনাস উইলিয়ামস। আর ডাবলসে বিদায় নিলেন ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা।

রোববার (৭ আগস্ট) স্বর্ণ জয়ের মিশনে মেয়েদের এককের প্রথম রাউন্ডে খেলতে নেমে বেলজিয়াম ৬২ নম্বর বাছাই কারস্টেন ফ্লিপকেন্সের কাছে ৬-৩, ৭-৫ (৭-৫) গেমে হেরে অলিম্পিক থেকে নিজের বিদায় ঘণ্টা বাজিয়ে দেন সেরেনা অগ্রজ ভেনাস।

তবে মেয়েদের একক থেকে বিদায় নিলেও ডাবলসে বোন সেরেনার সাথে কোর্টে নামার কথা রয়েছে ভেনাসের।

আর মেয়েদের ডাবলসে প্রথম রাউন্ডেই প্রার্থণা থোমবারেকে সঙ্গে নিয়ে চাইনিজ শুয়াং ঝেং ও শুয়াং পেংয়ের কাছে ২-১ সেটে হেরে বিদায় নেন ডাবলসে বিশ্বসেরা সানিয়া মির্জা।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ৭ আগস্ট ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ