ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

টেনিস

তৃতীয় রাউন্ডে মারে-নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৫, আগস্ট ১০, ২০১৬
তৃতীয় রাউন্ডে মারে-নাদাল ছবি: সংগৃহীত

ঢাকা: রিও অলিম্পিকের শিরোপা দৌড়ে আরো এক ধাপ এগিয়ে গেলেন অ্যান্ডি মারে ও রাফায়েল নাদাল। নাদাল।

দুর্দান্ত জয়ে দু’জনই তৃতীয় রাউন্ডে পা রেখেছেন।  এর আগে প্রথম রাউন্ডে অঘটনের শিকার হন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জোকোভিচ।

মারে ও নাদাল দু’জনই সরাসরি সেটের জয় তুলে নেন। র‌্যাংকিংয়ে ১০৮ নম্বরে থাকা আর্জেন্টাইন হুয়ান মোনাকোকে ৬-৩, ৬-১ গেমে হারিয়ে কোর্ট ছাড়েন ২০১২ লন্ডন অলিম্পিকের গোল মেডেল জয়ী মারে।  

অপর ম্যাচে নিজের আধিপত্য অব্যাহত রাখেন ২০০৮ অলিম্পিকের নায়ক নাদাল। ইতালিয়ান আন্দ্রেস সেপ্পিকে সমান ৬-৩, ৬-৩ গেমে হারিয়ে শেষ আট নিশ্চিত করেন ১৪ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে সেপ্পির স্বদেশী ফ্যাবিও ফোগনিনির মুখোমুখি হবেন ব্রিটিশ সেনসেশন মারে। আর ফ্রেঞ্চ তারকা গিলেস সিমোনের বিপক্ষে কোর্টে নামবেন স্প্যানিশ আইকন নাদাল।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ