ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

টেনিস

শুরু হচ্ছে ইউএস ওপেনের ১৩৬তম আসর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৬
শুরু হচ্ছে ইউএস ওপেনের ১৩৬তম আসর

ঢাকা: আজ (সোমবার, ২৯ আগস্ট) শুরু হচ্ছে ইউএস ওপেন। নিউইয়র্কের ফ্ল্যাশিং মিডোর বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টারে বসছে বছরের শেষ গ্র্যান্ড স্লামের ১৩৬তম আসর।

এবারের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে দুই সপ্তাহ ধরে।

আসরে ছেলেদের শীর্ষ পাঁচ বাছাই  নোভাক জোকোভিচ (সার্বিয়া),  অ্যান্ডি মারে (গ্রেট ব্রিটেন,  স্তানিসলাস ওয়ারিঙ্কা (সুইজারল্যান্ড),  রাফায়েল নাদাল (স্পেন), মিলোস রাওনিচ (কানাডা। আর মেয়েদের যুদ্ধে লড়বেন  সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র),  অ্যাঞ্জেলিক কারবার (জার্মানি), গারবিনিয়ে মুগুরুজা (স্পেন), আগ্নিয়েস্কা রাদনাওস্কা ( পোল্যান্ড),  সিমোনা হালেপ (রোমানিয়া)।

তবে ১৯৯৮ সালের পর এই প্রথম ইউএস ওপেনে নেই সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জয়ী রজার ফেদেরার। অন্যদিকে অবসর নেওয়ায় এবার নেই মেয়েদের এককের বর্তমান চ্যাম্পিয়ন ইতালির ফ্লাভিয়া পেনেত্তা।

এই আসরে পুরুষ ও নারী মিলিয়ে সবচেয়ে বেশি ১১৫টি ম্যাচ খেলেছেন যুক্তরাষ্ট্রের জিমি কনর্স। এই ১১৫ ম্যাচের ৯৮টিতেই জিতেছেন পাঁচবারের চ্যাম্পিয়ন।

মেয়েদের হয়ে সব মিলিয়ে ১১ বার ইউএস ওপেন জিতেছেন উইলিয়ামস বোনেরা। সেরেনা একক জিতেছেন ৬ বার, ভেনাস ২ বার। দুজনে মিলে দ্বৈতে জিতেছেন ২ বার। সেরেনা মিশ্র দ্বৈতও জিতেছেন একবার। আর পুরো ক্যারিয়ারে ২৯ বার ইউএস ওপেনে অংশ নিয়েছেন মার্টিনা নাভ্রাতিলোভা (১৯৭৩-২০০৬)। ২০০৬ সালে ৫০ বছর বয়সে মিশ্র দ্বৈত জেতা নাভ্রাতিলোভা একক জিতেছেন ৪ বার, দ্বৈত ৯ বার ও মিশ্র দ্বৈত ৩ বার।

উন্মুক্ত যুগে উইম্বলডন জয়ের পর একই বছরে ইউএস ওপেনও জিতেছেন ১৬ জন খেলোয়াড়। এদের আটজন পুরুষ, আটজন নারী। পাশাপাশি মেয়েদের এককে গত ১৮ বছরে ৯ বার শিরোপা জিতলেও ছেলেদের বিভাগে ২০০৩ সালের পর চ্যাম্পিয়ন হতে পারেনি স্বাগতিক যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা।

 
সবচেয়ে বেশি একক শিরোপা

পুরুষ
বিল টিলডেন, বিল লার্নড ও রিচার্ড সিয়ার্স (যুক্তরাষ্ট্র) ৭
রজার ফেদেরার (সুইজারল্যান্ড),পিট সাম্প্রাস ও জিমি কনর্স (যুক্তরাষ্ট্র) ৫*
জন ম্যাকেনরো (যুক্তরাষ্ট্র) ৪

মহিলা
৮ মোলা ম্যালরি (যুক্তরাষ্ট্র-নরওয়ে)
৭ হেলেন উইলস মুডি (যুক্তরাষ্ট্র)
৬* ক্রিস এভার্ট, সেরেনা উইলিয়ামস (যুক্তরাষ্ট্র)

•উন্মুক্ত যুগের রেকর্ড

এবার পুরুষ ও মহিলা এককের চ্যাম্পিয়নরা ৩৫ লাখ মার্কিন ডলার (প্রায় ২৭ কোটি ৪০ লাখ টাকা) করে প্রাইজমানি পাবেন। রানারআপরা পাবেন সাড়ে ১৭ লাখ মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ