ঢাকা: আরও একটি দিন, সেরেনা উইলিয়ামসের আরও একটি রেকর্ড। নিজেকে সবচেয়ে উচ্চতায় ছাড়িয়ে নিয়ে গেলেন যুক্তরাষ্ট্রের এ তারকা।
রেকর্ড জয়ের ম্যাচে নারী এককের শীর্ষ তারকা সেরেনা চতুর্থ রাউন্ডে জয় পান ইয়ারোসলাভা শেভেদোভার বিপক্ষে। তবে ম্যাচে প্রতিপক্ষকে কোনো পাত্তা না দিয়ে জয় পান সরাসরি সেটে। ফ্ল্যাশিং মিডোতে এদিন ৬-২ ও ৬-৩ সেটে জয় আসে রেকর্ড ২২টি গ্র্যান্ডস্লামের মালিক সেরেনার।
ইউএস ওপেনের এবারে কোয়ার্টার ফাইনালে ৩৪ বছর বয়সী সেরেনা লড়বেন সিমোনা হালেপের বিপক্ষে। যেখানে তিনি ক্যারিয়ারের ৩০৯টি ম্যাচ জিততে নামবেন। সিমোনার বিপক্ষে এর আগে মুখোমুখি লড়াইয়ে ৭-১ ব্যবধানে এগিয়ে রয়েছেন সেরেনা।
এদিকে সেরেনা জিতলেও হেরে গেছেন তার বোন ভেনাস উইলিয়ামস। চতুর্থ রাউন্ডে ক্যারোলিনা প্লিসকোভার বিপক্ষে ৪-৬, ৬-৪ ও ৭-৬ সেটের কঠিন লড়াইয়ের পর বিদায় নেন ভেনাস। ফলে সেমিফাইনালে দুই বোনের সাক্ষাত হওয়ার ব্যাপারটি আর হলো না।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, ০৬ আগস্ট, ২০১৬
এমএমএস