ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

হংকংয়েও ভেনাসের হতাশা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
হংকংয়েও ভেনাসের হতাশা ছবি: সংগৃহীত

ঢাকা: টেনিসে সময়টা একেবারেই খারাপ যাচ্ছে ভেনাস উইলিয়ামসের! সম্প্রতি চীনে অনুষ্ঠিত উহান ওপেনে তৃতীয় রাউন্ড ও চায়না ওপেনের প্রথম রাউন্ডেই বাদ পড়ার লজ্জায় ডোবেন। হংকং ওপেন টুর্নামেন্টেও সমর্থকদের হতাশ করলেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছেন মার্কিন টেনিস তারকা।

ভিক্টোরিয়া পার্ক টেনিস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনাল নির্ধারণীতে প্রথম সেটেই ৬-২ গেমের উড়ন্ত জয় পান ফ্রান্সের অ্যালাইজ কোর্নেট। দ্বিতীয় সেটটি ৬-৩ জিতে ঘুরে দাঁড়ান ভেনাস।

কিন্তু শেষ রক্ষা আর হলো না। তৃতীয় সেটে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি ভেনাস। প্রথম সেটেরই পুনরাবৃত্তি ঘটে। ৬-২ গেমে হেরে কোর্ট ছাড়েন সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী।

এদিকে, ভেনাসের হতাশার বিপরীতে শিরোপা দৌড়ে আরো এক ধাপ এগিয়ে গেলেন বর্তমান বিশ্বসেরা অ্যাঞ্জেলিক কেরবার। মার্কিন তরুণী লইসা চিরিকোকে ৬-২, ৩-৬, ৬-২ গেমে হারিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করেন জার্মানির টেনিস সেনসেশন।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ