ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারিয়ে ফাইনালে কেরবার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারিয়ে ফাইনালে কেরবার ছবি: সংগৃহীত

ঢাকা: দাপুটে জয়ে প্রথমবারের মতো ‘ডব্লুটিএ ফাইনালস’ টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যাঞ্জেলিক কেরবার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আগ্নিয়েস্কা রাদওয়ানাস্কার বিপক্ষে অনায়াসেই সরাসরি সেটের জয় পান জার্মান টেনিস সেনসেশন।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত হাইভোল্টেজ সেমিফাইনালে দাঁড়াতেই পারেননি পোলিশ তারকা রাদওয়ানাস্কা। প্রথম সেটে ৬-২ গেমের উড়ন্ত জয়ে লিড নেন বিশ্বসেরা কেরবার। বাঁচা-মরার ম্যাচে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়াতে ব্যর্থই হন গত আসরের শিরোপাধারী।

উল্টো রাদওয়ানাস্কার ওপর যেন ‘স্টিম রোলার’ চালান কেরবার। একতরফাভাবেই ৬-১ গেমের দাপুটে জয়ে পা রাখেন শিরোপা নির্ধারণীতে। যেখানে তার জন্য অপেক্ষায় স্লোভাকিয়ার ডমিনিকা চিবুল্কোভা।

অপর ম্যাচটিতে রাশিয়ান ভেতলানা কুজনেৎসোভার বিপক্ষে পিছিয়ে থেকেও ১-৬, ৭-৫ (৭-২), ৬-৪ গেমের ফলাফলে সেমির বাধা পার করেন চিবুল্কোভা। ফাইনাল নিশ্চিত হতেই উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘স্বপ্ন সত্যি হয়েছে’। শিরোপা লড়াইয়ে তার এমন হাসি থাকবে তো?

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ