ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

ফাইনালে হেরে গেলেন বিশ্বসেরা কেরবার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
ফাইনালে হেরে গেলেন বিশ্বসেরা কেরবার ছবি: সংগৃহীত

ঢাকা: সিঙ্গাপুরে ভুলে থাকার মতোই রাত পার করলেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যাঞ্জেলিক কেরবার। ‘ডব্লুটিএ ফাইনালস’ ইভেন্টের ফাইনালে সরাসরি সেটে হারের লজ্জায় ডোবেন জার্মান টেনিস সেনসেশন।

এই ইভেন্টে প্রথমবারের মতো পা রেখেই শিরোপা উল্লাতে মাতেন স্লোভাকিয়ান ডমিনিকা চিবুল্কোভা।

এর আগে একই গ্রুপে থাকায় টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই একে অপরের মুখোমুখি হয়েছিলেন দু’জন। তিন সেটের কষ্টার্জিত জয় পেয়েছিলেন কেরবার। টানা দুই ম্যাচ হারলেও সিমোনা হালেপকে পরাজিত করে সেমিতে ‍নাম লেখান চিবুল্কোভা। পরে রাশিয়ান ভেতলানা কুজনেৎসোভার বিপক্ষে তিন সেটের জয়ে পা রাখেন স্বপ্নের ফাইনালে।

শিরোপা নির্ধারণীতে ভক্ত-সমর্থকদের হতাশই করেন দু’বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী কেরবার। দুর্দান্ত জয়ে ক্যারিয়ারের অবিস্মরণীয় মুহূর্ত উপভোগ করেন চিবুল্কোভা। ৬-৩, ৬-৪ গেমে ম্যাচ নিষ্পত্তি হয়। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে র‌্যাংকিংয়েও চমক দেখিয়েছেন তিনি। আট থেকে উঠে এসেছেন পঞ্চম স্থানে।

অন্যদিকে, ডাবলস ফাইনালে শিরোপা জিতেছেন রাশিয়ার মাকারোভা-ভেসনিনা জুটি। যুক্তরাষ্ট্রের মাতেক স্যান্ডস ও চেক প্রজাতন্ত্রের লুসি সাফারোভাকে তারা ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে হারিয়ে কোর্ট ছাড়েন।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ