ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

টেনিস

জোকোভিচের বিদায়, সেমিতে মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
জোকোভিচের বিদায়, সেমিতে মারে

ঢাকা: প্যারিস মাস্টার্স টেনিসে কোয়ার্টার ফাইনালেই বিদায় নিলেন নোভাক জোকোভিচ। পুরুষ টেনিসের শীর্ষ এ তারকা হেরে যান ১০ নম্বর তারকা ম্যারিন সিলিকের কাছে।

অপরদিকে টমাস বার্ডিচকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন দ্বিতীয় বাছাই অ্যান্ডি মারে।  

এ আসরের ট্রফি জিতলেই জোকোভিচকে পেছনে ফেলে প্রথমবারের মতো শীর্ষে পৌঁছাবেন মারে।

গত বেশ কয়েকটি আসরে বাজে সময় কাটানো সার্বিয়ান তারকা জোকোভিচ প্যারিস মাস্টার্সে নিজেকে ফিরে পেতে চেয়েছিলেন। তবে শেষ আটের ম্যাচে ক্রোয়েশিয়ান সিলিকের কাছে ৬-৪ ও ৭-৬ সেটে হারেন।

অন্যদিকে ক্যারিয়ারের সেরা সময়ই কাটাচ্ছেন ব্রিটিশ তারকা মারে। শেষ ১৭ ম্যাচে না হারা অলিম্পিক জয়ী এ তারকার এ ম্যাচে জিততে অবশ্য বেশ ঘাম ঝরাতে হয়। এদিন বার্ডিচকে ৭-৬ (১১-৯) ও ৭-৫ সেটে হারিয়ে জয় পান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ০৫ নভেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ