ঢাকা: নোভাক জোকোভিচকে হটিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষে উঠলেন অ্যান্ডি মারে। পুরুষ টেনিসে সেরা হতে হলে মারেকে চলমান প্যারিস মাস্টার্সের ফাইনালে যেতে হতো।
আধুনিক টেনিসে গত ৪৩ বছরের মধ্যে এ নিয়ে ২৬তম খেলোয়াড় হিসেবে ‘নাম্বার ওয়ানে’র তমকা গায়ে মাখলেন মারে। এর আগে প্রায় দুই বছরের মতো শীর্ষে থাকা সার্বিয়ান তারকা জোকোভিচ কোয়ার্টার ফাইনালে হেরে আসর থেকে বিদায় নেন।
এদিকে প্রথম কোনো ব্রিটিশ তারকা হিসেবেও টেনিস পুরুষের শীর্ষে জায়গা করে নিলেন তিনটি গ্র্যান্ড স্লামের মালিক মারে। চলতি বছরের মে থেকে মারের রেকর্ড ছিল ৫৯ ম্যাচে জয়ের বিপরীতে মাত্র পাঁচটিতে হার।
প্যারিস মাস্টার্সের ফাইনালে মারে লড়বেন যুক্তরাষ্ট্রের জন ইজনারের বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, ০৬ নভেম্বর, ২০১৬
এমএমএস