ঢাকা: রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে ‘ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০১৬। সাতদিন ব্যাপী এই প্রতিযোগিতা ১৯ নভেম্বর শেষ হবে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফজলে হোসেন বাদশা, সংসদ সদস্য, রাজশাহী-২, রাজশাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের প্রধান পৃষ্ঠপোষক ও বিভাগীয় কমিশনর মোঃ আব্দুল হান্নান, পৃষ্ঠপোষক এম খুরশীদ হোসেন, ডিআইজি, রাজশাহী, পৃষ্ঠপোষক মো: শফিকুল ইসলাম, বিপিএম, পুলিশ কমিশনার, আরএমপি এবং পৃষ্ঠপোষক, কাজী আশরাফ উদ্দীন, জেলা প্রশাসক, রাজশাহী।
এবারের টুর্নামেন্টে ১১ টি দেশের ১০২ জন বালক ও বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের ডাইরেক্টর হিসেবে মো. নূর ইসলাম তুষার এবং টুর্নামেন্ট রেফরির দায়িত্ব পালন করছেন ভারতের শ্রী জয় মুখার্জী।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ১৩ নভেম্বর ২০১৬
এমআরপি