ঢাকা: রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে চলছে ‘ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০১৬’। সাতদিন ব্যাপী এই প্রতিযোগিতা ১৯ নভেম্বর শেষ হবে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) টুর্নামেন্টের বালক এককের ১৬টি, বালিকা এককের ৮টি (দ্বিতীয় রাউন্ড) এবং বালক দ্বৈতের ৮টি, বালিকা দ্বৈতের ৬টি (প্রথম রাউন্ড) সহ মোট ৩৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
বালক এককে ভারতের করণ প্রীভাস্তাভা বাংলাদেশের মোহাম্মদ সাকিবকে ৬-০, ৬-০ সেটে, ভারতের অর্জুন চান্নাথিমসিহা হোন্নাপা বাংলাদেশের মো: ইসতিয়াককে ৬-১, ৬-১ সেটে, ভারতে রিশিকৃষ্ণ অ্যায়াম্পন কোরিয়ার ডাহেন কিমকে ৬-৪, ২-৬, ৭-৬ (১) সেটে, চায়নার বয়ু চেন বাংলাদেশের মো: ইফতেখার শেখকে ৬-৩, ৬-৪ সেটে, ভারতের সিদ্ধার্ত ঠাকরান চায়নার গুয়াংসেন ওয়েনকে ৬-৩, ৬-০ সেটে, কোরিয়া কি বাম কিস ভারতের সারাং পাদনিসকে ৭-৬ (৫), ৩-৬, ৬-২ সেটে পরাজিত করে বালক এককে উত্তীর্ণ হয়েছে।
এবারের টুর্নামেন্টে ১১ টি দেশের ১০২ জন বালক ও বালিকা খেলোয়াড় অংশগ্রহণ করেছে।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ১৫ নভেম্বর ২০১৬
এমআরপি