ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

টেনিস

নাদালের কোচিং টিমে সাবেক বিশ্বসেরা কার্লোস ময়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
নাদালের কোচিং টিমে সাবেক বিশ্বসেরা কার্লোস ময়া ছবি: সংগৃহীত

২০১৭ মৌসুম সামনে রেখে সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান স্বদেশী কার্লোস ময়াকে কোচিং টিমে যুক্ত করেছেন স্প্যানিশ আইকন রাফায়েল নাদাল। এক বিবৃতিতে ১৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী নিশ্চিত করেন, টনি নাদাল ও ফ্রান্সিস রইগের সঙ্গে একত্রে কাজ করবেন চল্লিশ বছর বয়সী ময়া।

ঢাকা: ২০১৭ মৌসুম সামনে রেখে সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান স্বদেশী কার্লোস ময়াকে কোচিং টিমে যুক্ত করেছেন স্প্যানিশ আইকন রাফায়েল নাদাল। এক বিবৃতিতে ১৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী নিশ্চিত করেন, টনি নাদাল ও ফ্রান্সিস রইগের সঙ্গে একত্রে কাজ করবেন চল্লিশ বছর বয়সী ময়া।

নাদালের অভিমত, ‘কার্লোসের (ময়া) মতো একজনকে পাওয়া, যে শুধুমাত্র একজন বন্ধু নয় আমার ক্যারিয়ারের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। এটা বিশেষ কিছু। তিনি পরবর্তী কোচ হিসেবে আমার প্র্যাকটিস ও প্রতিযোগিতায় থাকবেন। ’

এ মাসের শুরুতে কানাডিয়ান টেনিস তারকা ‍মিলোস রাওনিকের কোচের দায়িত্ব ছাড়েন ১৯৯৮ ফ্রেঞ্চ ওপেন জয়ী ময়া। তার অধীনে সবচেয়ে সফল বছরই পার করেন রাওনিক। উইম্বলডন দিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে ওঠেন এবং র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা তৃতীয় স্থানে উঠে আসেন। এ বছরের জানুয়ারিতে রাওনিকের টিমে যোগ দিয়েছিলেন ময়া।

নাদালের কোচিং টিমের সদস্য হতে পেরে উচ্ছ্বাসই ঝরে ময়ার কণ্ঠে, ‘রাফাকে (রাফায়েল) সাহায্য করতে পারাটা আমার কাছে বিশেষ কিছু এবং আমি নিশ্চিত যে টনি, ফ্রান্সিস ও টিমের বাকিদের সঙ্গে নিয়ে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। রাফা একজন গ্রেট খেলোয়াড় এবং সবকিছু উপরে সে একজন অসাধারণ ব্যক্তি ও বন্ধু। যে কারণে আমার অনেক বিশ্বাস ও আত্মবিশ্বাস যে ট্রফি জয়ের ধারাটা অব্যাহত রাখতে পারবো। ’

নাদালের আঙ্কেল ও প্রধান কোচ টনি নাদালের ভাষ্য, ‘যখন আমি শুনেছি কার্লোস (ময়া) রাওনিককে কোচিং করানো বন্ধ করেছে এর পরই আমি তার সঙ্গে যোগাযোগ করেছি। তখন থেকেই আমরা ভেবেছিলাম, সে আমাদের প্রজেক্টে যোগ দেবে। আমাদের কাছে সে সবসময়ই একজন বিশেষ ব্যক্তি... আমরা বুঝতে পেরেছি তাকে টিমে পাওয়ার এটাই সঠিক সময়। ’

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ