ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

টেনিস

অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড প্রাইজমানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড প্রাইজমানি ২০১৬ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল শেষে নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে/ছবি:সংগৃহীত

২০১৭ আসরকে সামনে রেখে অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড পরিমান প্রাইজমানি বাড়ানো হয়েছে। এতে টুর্নামেন্টের প্রাথমিক রাউন্ডগুলোতে বাদ পড়া খেলোয়াড়দের ওপর বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে। জানা যায়, অর্থ পুরস্কার বৃদ্ধি আয়োজকদের দুর্নীতি প্রতিরোধের চেষ্টার অংশ।

ঢাকা: ২০১৭ আসরকে সামনে রেখে অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড পরিমান প্রাইজমানি বাড়ানো হয়েছে। এতে টুর্নামেন্টের প্রাথমিক রাউন্ডগুলোতে বাদ পড়া খেলোয়াড়দের ওপর বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে।

জানা যায়, অর্থ পুরস্কার বৃদ্ধি আয়োজকদের দুর্নীতি প্রতিরোধের চেষ্টার অংশ।

মোট প্রাইজমানি ১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (২৯.৪ মিলিয়ন পাউন্ড)। টেনিসের সিঙ্গেল ইভেন্টে প্রত্যেক চ্যাম্পিয়ন পাবেন ৩.৭ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (২.২ মিলিয়ন পাউন্ড)।

প্রথম রাউন্ডে বিদায় নেওয়া খেলোয়াড়রা প্রাইজমানি বাবদ আয় করবেন পঞ্চাশ হাজার অস্ট্রেলিয়ান ডলার (২৯,৩৬০ পাউন্ড)। যা রেকর্ড ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অাগামী বছরের ১৬ জানুয়ারি অস্ট্রেলিয়ান ওপেনের ১০৫তম আসরের পর্দা উঠবে। ফাইনাল ২৯ জানুয়ারি। গতবারের ফাইনালে নোভাক জোকোভিচের কাছে সরাসরি সেটে হেরে যাওয়া অ্যান্ডি মারে এবার র‌্যাংকিংয়ের নাম্বার ওয়ান পজিশনে থেকে কোর্টে নামার অপেক্ষায়।

উল্লেখ্য, বছরের চারটি গ্র্যান্ড স্লাম ইভেন্টের মধ্যে বাকি তিনটি টুর্নামেন্টের বর্তমান প্রাইজমানি যথাক্রমে ফ্রেঞ্চ ওপেন (২৫.৯ মিলিয়ন পাউন্ড), উইম্বলডন (২৮.১ মিলিয়ন পাউন্ড) ও ইউএস ওপেন (৩৭.৫ মিলিয়ন পাউন্ড)। অস্ট্রেলিয়ান ওপেনের পথ ধরে এ তিনটি মেগাইভেন্টে প্রাইজমানি বাড়ানো হবে কিনা সেটিই এখন দেখার বিষয়!

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ