ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

টেনিস

ইনজুরিতে অস্ট্রেলিয়ান ওপেন শঙ্কায় দেল পোত্রো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
ইনজুরিতে অস্ট্রেলিয়ান ওপেন শঙ্কায় দেল পোত্রো হুয়ান মার্টিন দেল পোত্রো-ছবি:সংগৃহীত

ফিটনেস সমস্যার কারণে ২০১৭ সালে শুরুর সময়টা কোর্টে নামতে পারবেন না টেনিস তারকা হুয়ান মার্টিন দেল পোত্রো। এমনকি বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ‍অস্ট্রেলিয়ান ওপেনেও আর্জেন্টাইন এ তারকার অংশগ্রহন নিয়ে শঙ্কা রয়েছে।

ঢাকা: ফিটনেস সমস্যার কারণে ২০১৭ সালে শুরুর সময়টা কোর্টে নামতে পারবেন না টেনিস তারকা হুয়ান মার্টিন দেল পোত্রো। এমনকি বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ‍অস্ট্রেলিয়ান ওপেনেও আর্জেন্টাইন এ তারকার অংশগ্রহন নিয়ে শঙ্কা রয়েছে।

গত কয়েক বছর ইনজুরি বেশ ভুগিয়েছে ২৮ বছর বয়সী দেল পোত্রাকে। তবে ২০০৯ ইউএস ওপেন জয়ী এ তারকা ২০১৬ সালে ছিলেন বেশ ফুরফুরে। অলিম্পিকে রানারআপ হয়ে রৌপ্য জেতার পর আর্জেন্টিনাকে প্রথমবার ডেভিস কাপের শিরোপা জিতিয়েছেন।

তবে খারাপ দিন বুঝি আবারও আসতে শুরু করলো। ইতোমধ্যে দেল পোত্রো অকল্যান্ডে এএসবি ক্ল্যাসিকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। আর মেলবোর্নে গ্র্যান্ড স্ল্যামেও অনুপস্থিত থাকতে পারেন তিনি।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘন্টা, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ