বিরল এই সম্মান পাওয়ার পর বেশ আপ্লুত মারে জানান, ‘আমি খুবই ভাগ্যবান যে এমন একটি সম্মাননা পেয়েছি। অবশ্যই এটা দেশের সবথেকে বড় পুরস্কার, সর্বোচ্চ সম্মাননা।
গত বছর ফেব্রুয়ারিতে মারের জীবনে কন্যা সন্তান আসে। জুনে দ্বিতীয়বারের মতো ওয়েম্বলডন চ্যাম্পিয়ন হন। আগস্টে রিও অলিম্পিকেও পুরুষদের সিঙ্গলসে সোনা জিতেছেন। নভেম্বরে নোভাক জোকোভিচকে টপকে বিশ্বের এক নম্বর টেনিস তারকা হন। ডিসেম্বরে রেকর্ড তৃতীয়বারের মতো বর্ষসেরা বিবিসি স্পোর্টস ব্যক্তিত্ব নির্বাচিত হন। সবশেষ ব্রিটেন সরকার কর্তৃক ‘নাইটহুড’ সম্মান পেলেন। এছাড়া, ইউএস ওপেন জিতেছেন মারে।
অন্যদিকে, মোহাম্মদ ফারাহ টানা দুটি অলিম্পিকে গ্রেট ব্রিটেনের হয়ে ৫ হাজার ও ১০ হাজার মিটারে সোনা জিতেছেন।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ০১ জানুয়ারি ২০১৭
এমআরপি