ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

ভেনাস-কেরবারের উড়ন্ত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
ভেনাস-কেরবারের উড়ন্ত জয় ভেনাস উইলিয়ামস ও অ্যাঞ্জেলিক কেরবার/ছবি: সংগৃহীত

দাপুটে জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোতে (চতুর্থ রাউন্ড) পা রেখেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলিক কেরবার ও ভেনাস উইলিয়ামস। এক ঘণ্টারও কম সময়ে দু’জন ম্যাচ শেষ করেন।

মেলবোর্ন পার্কে চেক প্রজাতন্ত্রের ক্রিস্টিনা প্লিসকোভাকে প্রথম সেটেই ৬-০ গেমে উড়িয়ে দেন কেরবার। সময় নেন মাত্র ২০ মিনিট।

দ্বিতীয় সেটে অবশ্য প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

শেষ রক্ষা হয়নি ২৪ বছর বয়সী প্লিসকোভার। ৬-৪ গেমের জয়ে কোর্ট ছাড়েন কেরবার। কোয়ার্টার ফাইনাল নির্ধারণীতে জার্মান তারকার সামনে যুক্তরাষ্ট্রের কোকো ভান্ডেওয়েগ। যিনি কানাডিয়ান তরুণী ইউজেনি বুচার্ডের বিপক্ষে ৬-৪, ৩-৬, ৭-৫ গেমের কষ্টার্জিত জয় পান।

তৃতীয় রাউন্ডের অপর ম্যাচে সাবেক বিশ্বসেরা ভেনাসের সামনে দাঁড়াতেই পারেননি চীনের ডুয়ান ইঙ্গইং। ৬-১, ৬-০ গেমের উড়ন্ত জয়ে কোর্ট ছাড়েন ৩৬ বছর বয়সী এ টেনিস আইকন। শেষ ষোলোতে তার প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান তরুণী অ্যাশলেগ বার্টি ও জার্মানির মোনা বার্থেলের মধ্যকার বিজয়ী।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ