ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

দ্বিতীয় রাউন্ডেই অঘটনের শিকার মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
দ্বিতীয় রাউন্ডেই অঘটনের শিকার মারে র‌্যাংকিংয়ের ১২৯ নম্বর খেলোয়াড়ের কাছে হারের লজ্জায় অ্যান্ডি মারে/ছবি: সংগৃহীত

র‌্যাংকিংয়ের ১২৯ নম্বর খেলোয়াড়ের ‍কাছে হেরে গেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অ্যান্ডি মারে। ক্যালিফোর্নিয়ায় ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সে (বিএনপি পারিবাস ওপেন) ব্রিটিশ আইকনকে দুঃস্বপ্ন উপহার দেন কানাডিয়ান ভাসেক পসপিসিল।

শীর্ষ বাছাই খেলায়াড় হিসেবে সরাসরি দ্বিতীয় রাউন্ডে কোর্টে নামেন। কে ভেবেছিল এখান থেকেই বিদায় নেবেন গত সপ্তাহেই মৌসুমের প্রথম শিরোপা (দুবাই ওপেন) জেতা মারে! তাও আবার সরাসরি সেটে।

৬-৪ গেমের জয়ে সবাইকে তাক লাগিয়ে দেন ২৬ বছর বয়সী পসপিসিল।

 ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের দ্বিতীয় রাউন্ডেই অঘটনের শিকার অ্যান্ডি মারে/ছবি: সংগৃহীত

ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। টাইব্রেকারে গিয়ে দ্বিতীয় সেটের নিষ্পত্তি ঘটে। ৭-৬ (৭-৫) গেমে হেরে হতাশায় নিমজ্জিত হন তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী। স্মরণীয় জয়ের উচ্ছ্বাসে মাতেন কানাডিয়ান তরুণ।

এই ইভেন্টে কখনোই শিরোপা জেতা হয়নি মারের। সেরা পারফরম্যান্স ২০০৯ সালের ফাইনাল। সেবার রাফায়েল নাদালের কাছে একতরফাভাবে ৬-১, ৬-২ গেমে হেরে গিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ