শিরোপা জিতলেন ফেদেরার-ছবি:সংগৃহীত
ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের (বিএনপি পারিবাস ওপেন) ফাইনালে স্বদেশী স্তান ওয়ারিঙ্কাকে হারিয়ে শিরোপা জিতলেন রজার ফেদেরার। আর এ জয়ের ফলে আসরটিতে পঞ্চমবার ট্রফির স্বাদ পেলেন তিনি। নোভাক জকোভিচের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ শিরোপা জেতার রেকর্ড গড়লেন এই সুইস তারকা।
গত বছরই ইনজুরির কারণে ক্যারিয়ার শঙ্কায় পড়েছিল। তবে চলতি বছর নিজেকে ফের মেলে ধরেন ফেডএক্স খ্যাত তারকা।
অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মধ্যদিয়ে জেতেন রেকর্ড ১৮টি গ্র্যান্ডস্ল্যাম শিরোপা। এবার জিতে নিলেন ইন্ডিয়ান ওয়েলস শিরোপা।
রোববারের ফাইনালে সাবেক নাম্বার ওয়ান তারকা সরাসরি সেটেই জয় তুলে নেন। যেখানে প্রথম সেটে ৬-৪ গেমে জয় পান। আর পরের সেটে ৭-৫ গেমে জিতে শেষ হাসি হাসেন।
মুখোমুখি লড়াইয়ে ফেদেরারের আরও পিছিয়ে গেলেন ৩১ বছর বয়সী ওয়ারিঙ্কা। এখন পর্যন্ত ২৩ বারের দেখায় মাত্র তিন ম্যাচে জয়ের দেখা পেয়েছেন। এ টুর্নামেন্টে ওয়ারিঙ্কার সামনে প্রথম শিরোপা জেতার হাতছানি ছিল! আর সবশেষ ২০১২ আসরে চ্যাম্পিয়নের আসনে বসেছিলেন ফেদেরার।
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ২০ মার্চ, ২০১৭
এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।