গত জানুয়ারিতে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল খেলেছিলেন ভেনাস। ছোট বোন সেরেনার কাছে হার মানেন।
কেরবারের সঙ্গে প্রথম সেটটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ৭-৫ গেমে জিতে লিড নেন ভেনাস। ঘুরে দাঁড়ানোর দ্বিতীয় সেটে প্রতিরোধ গড়তে পারেননি জার্মান সেনসেশন। ৬-৩ গেমের ফলাফলে কোর্ট ছাড়েন ভেনাস। ফাইনাল নিশ্চিতের ম্যাচে তার প্রতিপক্ষ ব্রিটিশ তারকা জোহানা কন্তা। যিনি রোমানিয়ান সিমোনা হালেপকে পিছিয়ে থেকেও ৩-৬, ৭-৬ (৯-৭), ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টারের বাধা পার করেন।
এ ইভেন্টে ১৯ বছর আগে প্রথম শিরোপা জেতেন ভেনাস। তার দখলে রয়েছেন তিনটি ট্রফি। সবশেষটি আসে ২০০১ সালে। অর্থাৎ, দীর্ঘ ১৬ বছর পর চতুর্থবারের মতো মিয়ামির চ্যাম্পিয়ন হওয়া থেকে দু’টি জয় দূরে ভেনাস উইলিয়ামস। ২০১০ আসরে ফাইনালে উঠলেও শিরোপার দেখা পাননি।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৭
এমআরএম