ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

টেনিস

ইনজুরি কাটিয়ে কোর্টে ফিরেছেন মারে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
ইনজুরি কাটিয়ে কোর্টে ফিরেছেন মারে ইনজুরি কাটিয়ে কোর্টে ফিরেছেন অ্যান্ডি মারে/ছবি: সংগৃহীত

কনুইয়ের ইনজুরির কারণে সদ্য শেষ হওয়া মিয়ামি ওপেনে খেলতে পারেননি অ্যান্ডি মারে। প্রতিযোগিতামূলক ম্যাচে ফেরার লক্ষ্যে কোর্টে ট্রেনিংয়ে ফিরেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। ব্যস্ততম পর্বে প্রবেশ করেছে এবারের টেনিস সিজন।

কোচ ও ফিজিওকে সঙ্গে নিয়ে অল ইংল্যান্ড ক্লাব সেন্টারের ক্লে-কোর্টে (লাল মাটির কোর্ট) প্র্যাকটিস শুরু করেছেন ব্রিটিশ আইকন। সামনে বেশ কয়েকটি টুর্নামেন্ট হবে ক্লে-কোর্টে।

নিজে থেকে এখনো অফিসিয়াল কোনো আপডেট দেননি তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী।

জানা যায়, মন্টে কার্লো মাস্টার্সে (১৬ এপ্রিল শুরু) অংশ নেওয়ার পরিকল্পনা করছেন মারে। এখন নিজের প্রতিশ্রুতি পূরণে একটি চ্যারিটি প্রদর্শনী ম্যাচে (ম্যাচ ফর আফ্রিকা) চোখ রাখছেন। প্রতিপক্ষ রজার ফেদেরার। আগামী সোমবার (১০ মার্চ) সুইজারল্যান্ডের জুরিখে হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

২০১৭ মৌসুমে এখন পর্যন্ত চারটি টুর্নামেন্ট খেলেছেন ৩০ বছর বয়সী মারে। কাতার ওপেন (রানার্সআপ), অস্ট্রেলিয়ান ওপেন (চতুর্থ রাউন্ড), দু্বাই টেনিস চ্যাম্পিয়নশিপ (চ্যাম্পিয়ন) ও ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স (দ্বিতীয় রাউন্ড)।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ৫ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ