ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

টেনিস

মন্টে কার্লোর ফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৯, এপ্রিল ২৩, ২০১৭
মন্টে কার্লোর ফাইনালে নাদাল রাফায়েল নাদাল-ছবি:সংগৃহীত

ডেভিড গভিনকে হারিয়ে দশমবারের মতো মন্টে কার্লো মাস্টার্স টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিলেন রাফায়েল নাদাল। ১৪তম বাছাই বেলজিয়ামের গফিনকে ৬-৩ ও ৬-১ সেটে উড়িয়ে দিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ নিশ্চিত করেন ৭ম বাছাই এ স্প্যানিশ কিংবদন্তি।

ফাইনালে ১৪টি গ্র্যান্ডস্লাম জয়ী নাদাল খেলবেন স্বদেশী আলবার্ট রামোস ভিনোলাসের বিপক্ষে। ১৫তম বাছাই আলবার্ট অন্য সেমিফাইনালে ফ্র্যান্সের লুকাস পোউলির বিপক্ষে ৬-৩, ৫-৭ ও ৬-১ সেটে জিতে ফাইনালে ওঠেন।

এই টুর্নামেন্টে দারণ সফল সাবেক নাম্বার ওয়ান নাদাল। বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তিনি। আর পুরো আসরে তার দাপট বলে দিচ্ছে শিরোপা জেতার খুব কাছে তিনি।

চলতি বছর নাদাল এ নিয়ে চারটি ফাইনাল খেলছেন। অবশ্য আগের তিনটিতেই হেরেছেন তিনি। যেখানে দুটিই ছিল রজার ফেদেরারের বিপক্ষে। একটি ছিল অস্ট্রেলিয়ান ওপেনে।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ২৩ এপ্রিল, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ