ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

টেনিস

মন্টে কার্লোতে রেকর্ড গড়লেন নাদাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৩, এপ্রিল ২৪, ২০১৭
মন্টে কার্লোতে রেকর্ড গড়লেন নাদাল মন্টে কার্লোতে রেকর্ড গড়লেন নাদাল/ছবি: সংগৃহীত

মন্টে কার্লো মাস্টার্সে দশম শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল। অল স্প্যানিশ ফাইনালে আলবার্ট রামোস ভিনোলাসকে সরাসরি সেটে হারিয়ে মৌসুমের প্রথম ট্রফির স্বাদ নেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।

টেনিসের উন্মুক্ত যুগে (১৯৬৮ থেকে) প্রথম খেলোয়াড় হিসেবে এক ভেন্যুতে ১০টি টুর্নামেন্ট জেতার গৌরব অর্জন করেন ত্রিশ বছর বয়সী নাদাল। রেকর্ডময় ম্যাচে ভিনোলাসের বিপক্ষে অনায়াসেই জয় তুলে নেন।

৬-১, ৬-৩ গেমের ফলাফলে একতরফাভাবেই ফাইনালের নিষ্পত্তি ঘটে।

এর আগে ২০১৭ মৌসুমে তিনটি ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হয় নাদালের। দু’টিতেই (অস্ট্রেলিয়ান ওপেন ও মিয়ামি ওপেন) প্রতিপক্ষ ছিলেন রজার ফেদেরার। অবশেষে শিরোপা নির্ধারণী ম্যাচে শেষ হাসি হেসে কোর্ট ছাড়তে পেরেছেন।

মন্টে কার্লোতে এক কথায় অপ্রতিরোধ্য ১৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল। একবারই হেরেছিলেন ফাইনালে। ২০১৩ আসরে নোভাক জোকোভিচের বিপক্ষে।

এটি নাদালের ক্যারিয়ারের ৭০তম টাইটেল। আর ক্লে-কোর্টে (লাল মাটির কোর্ট) ৫০তম ট্রফি উদযাপন করেন স্প্যানিশ আইকন। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন (২৮ মে শুরু) সামনে রেখে প্রস্তুতিটাও হলো দুর্দান্ত।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেনিস এর সর্বশেষ